Stand up, Look in front of the Mirror

in life •  2 years ago 

Why are you waiting? Why are you starting to work to achieve your goals? Remember no one will come to help you. Your battle is yours alone. Stand up we have to achieve our goals no one else will come and fulfill our goals don't make false excuses that someone else will come and change you. You have to make the start. Now is the time to crush everything and move forward. Every moment of the day should be used properly to achieve our goals and survive. Notice that among our possibilities there is only one person. That can help you. That person you see in the mirror. Want to achieve that goal in your life. It's not that simple. However it is an ongoing process. If you can continue, it will come to you easily in the future. Because you are strong. You are relentless. You are enough.
 
You just start once with your power. When time is wasted by me, I get scared. Time moves at a slow pace. So I wonder if I have enough time. Am I wasting time on purpose? Or should I work harder. What is the time? I am using it correctly. All these questions. My mind kept wandering. When I feel time is running out of me. Time is the only thing that can never get back. You see money but money will come and go. There is a possibility that the money will come back to us. So I am not worried about this. When I get emotional. When I deal with great pain, when I feel happy, when I get angry, anxious, depressed, and many other things work in me, but I am always worried about this time. It's because time goes by so fast. I know there is only one reason I hold this motto. I want to die by achieving everything in life while living life to the fullest. And when I die may I die without any regrets. I want to die in a way that my heirs will remember me for the rest of my life. And can live safely like everyone else. I don't want to be like them. Those who lie on the death bed wishing I want to do more in life. I don't want to go into that situation.
 
So I want to use every minute of every day to the fullest. To achieve my goal. And live up to my true potential. Yes it terrifies me. I can leave this world tomorrow. So embrace time on this planet. Because it goes far away from us. Goes super fast. So what are you waiting for? Look around you. Take a deep breath. Appreciate the clock ticking. I know the voice in the back of your head is telling you right now. That needs five more minutes of sleep. And what will happen if you rest for a day? But we can't achieve our goals sitting in bed. You will see if you are in danger. No one will come to save you. No one is coming to hold your hand for comfort.
 
Here is a man to help you. Stand up. Look in front of the mirror. Gain strength gradually. It's time to get out of the house, use the energy step by step to crush all the evils and move forward. Remember that in no way can the day be killed. Never feel anxious emotionally. Then your peace of mind may be lost. So you have that extraordinary power and tremendous speed. Change yourself with it. You have to build morale internally. So take a decision from the heart that you will do from today. Express yourself uniquely to the world. This world wants to see the results. Eastgall does not want to see. Remember that you should not swallow the burden of regret at the end of your life. So start counting the minutes from now. You will see that people around you have changed their thinking about you. You will continue your fight with yourself until the moment before death. Because you aim to fulfill what you want in life.



Native Language



আপনি কেন অপেক্ষা করছেন? আপনি কেন আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করছেন না. মনে রাখবেন কেউ আপনাকে সাহায্য করতে আসবে না. আপনার যুদ্ধটা শুধুই আপনার। উঠে দাঁড়ান আমাদের লক্ষ্য অর্জন করতেই হবে অন্য কেউ এসে আমাদের লক্ষ্য পূরণ করে দেবে না মিথ্যা অজুহাত দাঁড় করাবেন না যে অন্য কেউ এসে আপনার পরিবর্তন করে দেবে। শুরুটা আপনাকেই করতে হবে. এখনই সময় সকল কিছু চূর্ণ করে সামনে এগিয়ে যেতে হবে. দিনের প্রত্যেকটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের লক্ষ্য অর্জন করে বেঁচে থাকতে হবে. আমাদের সম্ভাবনার মাঝে খেয়াল করে দেখুন এখানে একমাত্র একজন ব্যক্তি আছে. যে আপনাকে সাহায্য করতে পারেন. সেই ব্যক্তি যাকে আপনি আয়নায় দেখছেন. আপনার জীবনের যে লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন. এটা অতটা সহজ নয়. তবে এটি একটি চলমান প্রক্রিয়া. যা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে সহজেই আপনার কাছে চলে আসতে বাধ্য. কেননা আপনি শক্তিশালী. আপনি নিরলস. আপনিই যথেষ্ট।
 
আপনি শুধু আপনার ক্ষমতা দিয়ে একবার শুরু করে দিন. সময় আমার দ্বারা অকারণে নষ্ট হয়ে গেলে, আমি ভীত হয়ে পরি. সময় ক্ষুদ্র গতিতে চলে যাই. তাই আমি ভাবি আমার কি যথেষ্ট সময় আছে. আমি কি ইচ্ছাকৃত সময় নষ্ট করছি? নাকি আমার আরো কঠোর পরিশ্রম করা উচিত. সময়কে কি? আমি সঠিকভাবে ব্যবহার করছি। এই সকল প্রশ্ন. আমার মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খেতে থাকে. যখন আমি অনুভব করি সময় আমার কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে. সময় একমাত্র বিষয় যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নই. আপনি টাকা দেখছেন টাকা কিন্তু আসবে এবং যাবে. টাকা আমাদের কাছে ফিরে আসার সম্ভাবনাও থাকে. তাই আমি এই বিষয়ে চিন্তিত নই. যখন আমি আবেগঘন হয়ে পরি. যখন আমি ভীষণ ব্যথার সঙ্গে মোকাবিলা করি যখন আমি সুখ অনুভব করি যখন আমি রাগান্বিত হয়ে যাই উদ্বিগ্ন বিষন্নতা সহ আরো অনেক কিছুই আমার মধ্যে কাজ করতে থাকে তার মধ্যেও আমি কিন্তু সব সময় চিন্তিত থাকি এই সময়ের জন্য. এটার কারণ সময় অতি দ্রুত চলে যায়. আমি জানি আমার এই নীতি বাক্যকে ধারণ করার একটি মাত্র কারণ. বেঁচে থাকতে জীবনের সকল কিছু অর্জন করে পূর্ণাঙ্গভাবে জীবন যাপন করে মৃত্যু বরণ করতে চাই. এবং যখন আমি মারা যাবো তখন যেন আমি কোনো ধরনের অনুশোচনা ছাড়াই মারা যেতে পারি। আমি এমন ভাবে মারা যেতে চাই আমার উত্তরাধিকাররা যেন আমাকে সারা জীবন স্মরণ করেন। এবং অন্য সবার মতো যেন নিরাপদে জীবন যাপন করতে পারে. আমি তাদের মতো হতে চাই না. যারা মৃত্যু শয্যায় শুয়ে কামনা করতে থাকে আমি জীবনে আরো কিছু করতে চাই. আমি সেই পরিস্থিতি যেতেই চাই না.
 
তাই আমার প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মিনিট পূর্ণরূপে ব্যবহার করতে চাই. যেন আমার লক্ষ্য অর্জন করতে পারি. এবং আমার সত্যিকারের সম্ভবতা অনুযায়ী বাঁচতে পারি. হ্যাঁ এটি আমাকে আতংকিত করে. আমি আগামীকাল এ পৃথিবী ছেড়ে চলে যেতে পারি. তাই এই গ্রহে সময়কে আলিঙ্গন করতে হবে. কেননা এটি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়. অতি দ্রুত চলে যায়. তাই আপনি আর কিসের জন্য অপেক্ষা করছেন? আপনার চারিদিকে তাকিয়ে দেখুন. গভীর নিঃশ্বাস নিন. ঘড়ির সময়ের কাটাকে উপলব্ধি করুন. আমি জানি এই মুহূর্তে আপনার মাথার পেছনের কণ্ঠস্বর আপনাকে বলছে. যে আরও পাঁচ মিনিট ঘুমের দরকার। আর একদিন বিশ্রাম নিলেই বা কি হবে? কিন্তু বিছানায় বসে আমরা লক্ষগুলি অর্জন করতে পারবো না. বিপদে পড়লে দেখবেন. কেউ আপনাকে বাঁচাতে আসবে না. সান্তনা দেওয়ার জন্য কেউ আপনার হাত ধরতে আসছে না.
 
এখানে আপনাকে সাহায্য করার মত একজন মানুষ আছে. উঠে দাঁড়ান. আয়নার সামনে দেখুন. ধীরে ধীরে শক্তি অর্জন করুন. ঘর থেকে বেরিয়ে পড়ার সময় এসেছে শক্তিকে ধাপে ধাপে ব্যবহার করে সকল অমঙ্গলকে চূর্ণ করে সামনে এগিয়ে যান. মনে রাখবেন কোনোভাবেই দিনটিকে হত্যা করা যাবে না. আবেগগতভাবে কখনোই উদ্বিগ্ন বোধ করবেন না. তাহলে আপনার মানসিক প্রশান্তি নষ্ট হতে পারে। তাই আপনার মধ্যে যে অসাধারণ ক্ষমতা এবং প্রচন্ড গতি আছে. তা দিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে. আপনাকে আভ্যন্তরীণ ভাবে মনোবল তৈরি করতে হবে. তাই আজ থেকে যা করবেন সেটা হৃদয় থেকে অনুধাবন করে সিদ্ধান্ত গ্রহণ করুন. নিজেকে অনন্য রূপে প্রকাশ করুন পৃথিবীর কাছে. এই পৃথিবীর রেজাল্ট দেখতে চায়. ইস্টাগল দেখতে চায় না. মনে রাখবেন আপনার জীবনের পরন্ত বেলায় আপনাকে যেন অনুশোচনার ঢেকুর গিলতে না হয়. তাই এখন থেকেই মিনিটের হিসাব করতে শুরু করুন. দেখবেন আপনার চারিদিকের মানুষ আপনার সম্পর্কে ভাবনার পরিবর্তন নিয়ে এসেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত আপনার সাথেই আপনার যুদ্ধ চালিয়ে যেতে হবে. কেননা আপনি যে জীবনে পূর্ণত চান তা পূরণের লক্ষ্যে.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png