Learn to ignore, success in life will be eternal

in life •  last year 

 

Yes, I'm telling you. If you want to climb to the top of success, you must avoid people behind you. Otherwise, it will be difficult for you to stay at the top. Remember that people who fall behind you will never wish you well. No matter how close he is to you. So learn to ignore you guys. The more we gain the ability to ignore in our lives, the more lasting our success will be. A very fluent topic. The higher you want to climb the lighter you need to be. So use your brain in your normal activities without holding people's words. You will see that no one can stop your success.

Have you ever climbed a high mountain? If you have been climbing then you know how heavy it feels to you if you have something of very little weight with you while climbing a high mountain. So the higher you try to climb, the more environmental pressure will come at you. And then you have to deal with that pressure very intelligently. To move forward. You must have traveled by bus You must have traveled by bus The bus conductor never measures the weight of your bags or suitcases You must have traveled by train Similarly the weight of your luggage is not measured by the ticket checker or other officials in the train Similarly, when you travel by CNG auto rickshaw or private car, the driver of the vehicle you are traveling with does not measure whether the goods with you are 20 kg, 30 kg or 40 kg.

Whenever you travel by plane, the people in charge of the airport will measure the weight of your luggage. It doesn't matter how much you weigh to move. But to fly you must be light. You must be light to fly. It is very important to be light in order to park the airplane. The bad behavior of the people around us. The negative words that the people around us put into our ears. We must learn to avoid the negative words of these people. That means you really want to climb up. But the heavy objects with you should be thrown down. But we saw rockets flying up. Around the rocket when the rocket is rising from the bottom up. Three or four parts are involved. After a kilometer, a part of the rocket opens with it. After rising a little further, the second part with the rocket separated. And after this part is separated the rocket becomes much more thirsty. To go up. That means it's more important for us to be as light as we want to go. Heavier people can't climb very high.

We must keep this in mind. If someone takes money or something else from us, we forget it sometime. But if someone says something bad to us, we keep it in our hearts for years. And I always keep saying in my mind that one day or another I will take revenge for these harsh words. In this way, that word creates a lot of weight in our hearts. And there is a type of people who always criticize us with negative things and we also develop interest in that matter, this kind of interest creates obstacles for us many times in life. Removes us from our position. If we can gain the ability to ignore whatever is being said around us and keep our goals intact then one day we will truly fly.

 

 


Native Language



হ্যাঁ, আপনাকে বলছি। সফলতার শিখরে আরোহন করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার পিছনে থাকা মানুষদের কথা এড়িয়ে চলতে হবে. আর তা না হলে আপনার সর্বোচ্চ অবস্থানে টিকে থাকা কঠিন হয়ে পরবে। মনে রাখবেন আপনার পিছনে পড়ে যাওয়া মানুষগুলো কখনোই আপনার মঙ্গল কামনা করবে না. সে আপনার যতই কাছের সম্পর্কের হোক না কেন. তাই আপনাকে বলছি ইগনোর করতে শিখুন. আমরা আমাদের জীবনে যত বেশি ignore করার ক্ষমতা অর্জন করতে পারব সফলতা তত বেশি আমাদের কাছে স্থায়ী হবে. একটা খুব সাবলীল বিষয়. আপনি যত বেশি উপরে উঠতে চাইবেন আপনাকে তত বেশি হালকা হতে হবে. তাই মানুষের কথাকে ধারণ না করে নিজের মস্তিষ্ককে আপনার স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে ব্যবহার করুন. দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না.

আপনি কি কখনো উঁচু পাহাড়ে আরোহণ করেছেন? যদি আরোহণ করে থাকেন তাহলে আপনি তো জানেন উঁচু পাহাড়ে ওঠার সময় খুব সামান্য ওজনের কোনো বস্তু আপনার সঙ্গে থাকলে সেটা আপনার কাছে কত বেশি ভারী মনে হবে. অতএব আপনি যত বেশি উপরে ওঠার চেষ্টা করবেন তত বেশি পারিপার্শিক চাপ আপনার দিকে ধেয়ে আসবে। এবং তখনি আপনাকে খুব বুদ্ধিমত্তার সহিত সেই চাপের মোকাবিলা করতে হবে. সামনে এগিয়ে যাওয়ার জন্য. আপনি নিশ্চয়ই বাসে ভ্রমণ করেছেন আপনি বাসে ভ্রমণ করার সময় আপনার সাথে থাকা ব্যাগ বা সুটকেসের ওজন বাসের কন্ডাক্টর কখনোই পরিমাপ করে দেখে না আপনি নিশ্চয়ই ট্রেনে ভ্রমণ করেছেন ঠিক একইভাবে আপনার সঙ্গে কত কেজি মালামাল রয়েছে সেটাও কিন্তু ট্রেনের টিকিট চেকার বা অন্য দায়িত্বে থাকা লোকজন পরিমাপ করে না তদ্রুপ আপনি সিএনজি অটো রিকশা কিংবা প্রাইভেট কারে ভ্রমণ করার সময় আপনার ভ্রমণ করা বাহনের ড্রাইভার কিন্তু আপনার সঙ্গে থাকা মালামাল সেটা বিশ কেজি তিরিশ কেজি নাকি চল্লিশ কেজি সেটা কিন্তু পরিমাপ করে দেখে না.

আপনি যখনই উড়োজাহাজে ভ্রমণ করতে যাবেন ঠিক তখনই কিন্তু airport এর দায়িত্বে থাকা লোকজন আপনার সঙ্গে থাকা মালামালের ওজন পরিমাপ করবে. চলাচল করার জন্য আপনার ওজন কম বেশি তাতে কিছুই আসে যায় না. কিন্তু ওড়ার জন্য আপনাকে অবশ্যই হালকা হতে হবে. ওড়ার জন্য আপনাকে হালকা হতেই হবে. উড়োজাহাজ উদ্যান করার জন্য হালকা হওয়াটা অনেক বেশি জরুরি আমাদের চারপাশে থাকা মানুষগুলোর বাজে ব্যবহার আশেপাশের মানুষগুলো আমাদের কানের মধ্যে যেই negative কথাবার্তা গুলো ঢুকিয়ে দেয় কথাবার্তা গুলো একসময় আমাদের কাছে অনেক বেশি ভারী বা ওজন মনে হয়. আমাদেরকে অবশ্যই এই মানুষগুলোর negative কথাগুলোকে এড়িয়ে চলা শিখতে হবে. তার মানে আপনি সত্যি সত্যিই উপরে উঠতে চান. তবে আপনার সঙ্গে থাকা ভারী বস্তুগুলো নিচে ফেলে যেতে হবে. আমরা কিন্তু রকেট উপরে উড়তে দেখেছি. রকেট নিচ থেকে উপরে ওঠার সময় রকেটের চারপাশে. তিন চারটা অংশ জড়িত থাকে। কিলোমিটার যাওয়ার পরে রকেট থেকে তার সঙ্গে থাকা একটি অংশ খুলে যায়. আরো কিছুদূর উপরে ওঠার পর রকেটের সঙ্গে থাকা দ্বিতীয় অংশটি আলাদা হয়ে যায়. এবং এই অংশটি আলাদা হয়ে যাওয়ার পরেই রকেটটি আরো অনেক বেশি তৃষ্ণার্ত হয়ে পড়ে. উপরে যাওয়ার জন্য. তার মানে আমরা যতটা উপরে যেতে চাই ঠিক ততটাই হালকা হওয়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি. বেশি ভারী মানুষ খুব বেশি উপরে উঠতে পারে না.

এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে. আমাদের কাছ থেকে কেউ টাকা বা অন্য কিছু নিয়ে গেলে সেটা আমরা একসময় ভুলে যাই. কিন্তু আমাদেরকে কেউ কোন কটু কথা বললে আমরা সেটা বছরের পর বছর হৃদয়ে ধারণ করে চলতে থাকি। এবং সবসময় মনে মনে বলতে থাকি একদিন না একদিন এই কটু কথার প্রতিশোধ আমি নিব. এভাবে করেই সেই কথা আমাদের হৃদয়ে অনেক বেশি ভার তৈরি করে ফেলে। এবং এক ধরনের মানুষ আছে তারা সব সময় আমাদের বিরুদ্ধে নেগেটিভ বিষয় নিয়ে সমালোচনা করতে থাকে এবং আমরাও সেই বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করে থাকি এই ধরনের আগ্রহ জীবনে অনেক সময় আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে. আমাদেরকে আমাদের অবস্থান থেকে দূরে সরিয়ে ফেলে. আমাদের চারপাশে যে যাই বলুক না কেন আমরা যদি ignore করার ক্ষমতা অর্জন করতে পারি এবং আমাদের লক্ষ্যকে অটুট রাখতে পারি তাহলে একদিন না একদিন সত্যি সত্যি আমরা উড়তে পারবো.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last year  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png