I want to say this Become wise, not weak

in life •  2 years ago 

 

I can do it and I will do it at any cost. There is a big difference between these three sentences. I can do it. That's a very good thing. Saying this can't stop. We must take action. I will do it. The possibility can be observed in these words. However, if there is an obstacle in the middle of working, then two possibilities can be observed here. You will withdraw from the work or leave the work altogether. But if you create a goal from within, you can stick to that goal. I will do it at any cost. Then the words will cover a condition. I will do it. It may take a long time, no matter how many obstacles come in it. There will be a lot of trouble. Must fail. A lot to learn. A lot has to be sacrificed. Many big decisions have to be made. The family may not have a say in that decision. People can laugh at you. You may have to leave the place at your convenience. I don't know how much more trouble can be done.
 
How many tears can you make. Must suffer a lot. But it must be done. Because the vow you made to do this is very powerful. I will do it. I have to do it. If we can go to this state, no matter how many obstacles come, they will surrender to us. As long as there is breath with us. We will fix our goal in this way. Until we reach that goal, we should not be able to sit and sleep properly. We will mentally take our goal to such a place that the goal will not allow us to pass any idle time. Even if we are laziness, the goal is to make us feel like that every moment. What are you sitting for? Who are you waiting for? Notice how time flies. And the time that is passing will never come back in our life. What to do, start from this moment.
 
Do we know how to go from good to great? Well, everyone can do it. The boundaries of good will push you forward to move beyond those boundaries. You can try to do more than you can. That's when you go from good to great and that's when you keep trying to get better and try harder and that's when you go from very good to great.
 
I know you are trying to change yourself. You are trying to do something good. Wanting from the heart to stand at the highest peak of success. I want to remind you of one thing. Which you already know. But you have never applied that in your life. Nothing will change. As long as you don't change yourself. Nothing will be better. As long as you can be better. Your life will start from you. I will not listen to other people's stories. This is how he did it. No never. Not like this. Will it be what I'm doing? how am i doing how do i do What do I want to do? The target must be fixed on that.

People naturally want to know more about others. But does not want to know about himself. Nobody wants to understand himself. What do you think? You are the only person in this world. Who is in trouble. Suffering from financial difficulties. No. Everyone in the world has different problems. There are some problems. What you think is happening only to you. No. Everyone in this world has problems. The same is happening with them. And they also think why this is happening to them. Why do you always say that? Why is this just happening to me? What is happening like this? Be it, what do you want? Let the story of your life be like this. There is no twist in that story. You were born. He rejoiced. And finally left this world. No one in the world will like the story. Why would anyone not like this kind of story yourself. You will tell yourself that there is no joy in this kind of life. In the life where there is no war, no obstacle, no obstacle, you will not find any opportunity to live in this life. The fire in your heart will catch fire when the party storm will succumb. Sometimes I think, why your dreams are so big, and your conflict, so small. You will dream big and you will make excuses. Thinking of waking up early in the morning. But can't wake up. Talking big but not able to do anything. Name, fame, success all will want. But can not fight with obstacles to get them. I want to say this at the end of this content. Become wise, not weak. Try to talk less and do more. Because ordinary people like to see more than listen.



Native Language



আমি করতে পারি আমি করবো এবং যেকোনো মূল্যে আমি এটা করবোই. এই তিনটা বাক্যের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে. আমি এটা করতে পারি. এটা খুবই ভালো কথা. এই কথা বলেই ক্ষান্ত হয়ে যাওয়া যাবে না. আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে. আমি এটা করবো. এই কথার মধ্যে সম্ভাবনা লক্ষ্য করা যায়. তবে কাজ করতে গিয়ে মাঝ পথে যদি বাধা বিপত্তি আসে তাহলে এখানে দুটি সম্ভাবনা লক্ষ্য করা যায়. আপনি কাজ থেকে সরে আসবেন আর না হয় সেই কাজটি একেবারেই ছেড়ে দিবেন. কিন্তু আপনার ভিতর থেকে যদি লক্ষ্য তৈরি করে সেই লক্ষ্যে অটুট থাকতে পারেন. যেকোনো মূল্যেই আমি এটা করবোই। তাহলে কথার মধ্যে একটি শর্ত জুড়ে থাকবে. আমি এটা করবোই. এতে যত বাধা বিপত্তি আসুক না কেন, হয়তো অনেক সময় লাগবে. প্রচন্ড রকমের কষ্ট করতে হবে. ব্যর্থ হতে হবে. অনেক কিছু শিখতে হবে. অনেক কিছু বিসর্জন করতে হবে. অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে. যে সিদ্ধান্তে পরিবারের মতামত নাও থাকতে পারে. মানুষজন হাসতে পারে আপনার দিকে তাকিয়ে. আপনার সুবিধাজনকে স্থান ত্যাগ করতে হতে পারে. না জানি আরো কত কষ্ট করতে হতে পারে।
 
আপনার কত চোখের পানি গড়াতে পারে. অনেক কষ্ট করতে হবে. কিন্তু এটা করতেই হবে. কেননা এটা করার জন্য আপনি যে প্রতিজ্ঞা করেছেন সেটা খুবই শক্তিশালী. আমি এটা করবোই. আমাকে এটা করতে হবে. এই অবস্থায় যেতে পারলেই যত বাধা বিপত্তি আসুক না কেন সেগুলো আমাদের কাছে হার মেনে যাবে. যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে নিঃশ্বাস আছে. আমাদের লক্ষ্যকে এমন ভাবেই স্থির করবো. সেই লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত আমরা যেন ঠিক মতো বসতে ঘুমাতে স্থির হতে না পারি. আমাদের লক্ষ্যকে আমরা মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যাবো যে লক্ষ্যই আমাদেরকে কোনোভাবে অলস সময় পার করতে দেবে না. আমাদের মধ্যে অলসতা চলে আসলেও লক্ষ্য যেন আমাদেরকে প্রতি মুহূর্তে এমন ভাবে তারা করে তুমি কি জন্য বসে আছো? কার অপেক্ষায় আছ? খেয়াল করে দেখো সময় চলে যাচ্ছে. আর যেই সময় চলে যাচ্ছে সেই সময় কোনদিনই আমাদের জীবনে আর ফিরে আসবে না. যা করার সেটা এখন থেকে এই মুহূর্ত থেকেই শুরু করো.
 
আমরা কি জানি ভালো থেকে কিভাবে মহান হওয়া সম্ভব? ভালো তো সবাই করতে পারে. ভালোর যে সীমানা আছে সেই সীমানা অতিক্রম করে অগ্রসর হওয়ার জন্য আপনাকে সামনে এগিয়ে দেবে. যেটুকু আপনি করতে পারেন তার চেয়ে বেশি করার জন্য আপনি চেষ্টা করতে পারেন। তখনই আপনি ভালো থেকে খুব ভালো হওয়ার দিকে এগিয়ে যাবেন আর তখনি আপনি আরো ভালো আরো চেষ্টা আরো সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে থাকেন আর ঠিক তখনই আপনি খুব ভালো থেকে মহান হয়ে যান.
 
আমি জানি আপনি আপনাকে বদলানোর চেষ্টা করছেন. আপনি ভালো কিছু করার জন্য চেষ্টা করছেন. মন থেকে চাচ্ছেন সফলতার উচ্চ শিখরে অবস্থান করার জন্য। আমি একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই. যেটি আপনি অনেক আগে থেকেই জানেন. কিন্তু সেটা আপনি আপনার জীবনে কখনোই প্রয়োগ করেননি. কোন কিছুই পরিবর্তন হবে না. যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন. কোন কিছুই ভালো হবে না. যতক্ষণ পর্যন্ত আপনি উত্তম না হতে পারেন. আপনার জীবনের শুরু হবে আপনার কাছ থেকেই. অন্যের গল্প আর শুনবো না. এ এমন করেছে উনি এইভাবে করেছে. না কখনোই না. এভাবে না. এটা হবে আমি কি করছি? আমি কিভাবে করছি? আমি কিভাবে করবো? আমি কি করতে চাই? সেটার উপর লক্ষ্যই স্থির করতে হবে.

মানুষ স্বাভাবিকভাবেই অন্যের সম্পর্কে অনেক বেশি জানতে চায়. কিন্তু নিজের বিষয়ে জানতে চায় না. নিজেকে কেউ বুঝতে চায় না. আপনার কি মনে হয়? এই পৃথিবীতে আপনিই একমাত্র মানুষ. যিনি সমস্যার মধ্যে আছেন. অর্থকষ্টে ভুগছেন. না. পৃথিবীতে প্রত্যেকেরই আলাদা আলাদা সমস্যা আছে. কিছু সমস্যা আছে. যেটা আপনি মনে করছেন শুধু আপনার সাথেই এরকম ঘটছে. না. এই পৃথিবীতে সবার সমস্যা আছে. তাদের সাথেও এরকম করেই ঘটছে. এবং তাঁরাও মনে করছে তাদের সাথেই কেন এরকম হচ্ছে. আপনি কেন সবসময় এরকম বলছেন। আমার সাথে শুধু কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে তাতে কি? হতে থাক, আপনি কি চান? আপনার জীবনের গল্পটা এরকম হোক. যে গল্পে কোন মোড় নেই. আপনি জন্মগ্রহণ করলেন. আনন্দ করলেন. এবং শেষ পর্যন্ত এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। গল্প পৃথিবীর কেউ পছন্দ করবে না. কেউ কেন আপনি নিজেই এই ধরনের গল্প পছন্দ করবেন না. আপনি নিজেই বলবেন এই ধরনের জীবনের কোন আনন্দ নেই. যেই জীবনে কোনো যুদ্ধ নেই, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, এই জীবনে বেঁচে থাকার কোনো উপলক্ষ খুঁজে পাবেন না. পরব তুফান হার মেনে যাবে যখন আপনার হৃদয়ে আগুন জেলে উঠবে. মাঝে মাঝে আমি ভাবি, আপনার স্বপ্ন এত বড়, আর আপনার সংঘর্ষ, এত ছোট কেন. বড়ো বড়ো স্বপ্ন দেখবেন আবার আপনি অজুহাত তৈরী করবেন. ভাবছেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন. কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না. বড় বড় কথা বলছেন কিন্তু কিছুই করতে পারছেন না. নাম, খ্যাতি, যশ সব চাইবেন. অথচ সেগুলো পাওয়ার জন্য বাধা বিপত্তির সাথে লড়াই করতে পারবেন না. এই কনটেন্ট শেষে এইটুকু বলতে চাই. দুর্বল নয়, বুদ্ধিমান হয়ে উঠুন. কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করুন. কেননা সাধারণ মানুষ সোনার চেয়ে দেখতে বেশি পছন্দ করে.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!