Physical Weakness Reduces Morale || Life Talk

in life •  4 years ago 

▶️ Watch on 3Speak


একটা বিষয় কি আপনি কখনো লক্ষ্য করেছেন, বিষয়টির উপস্থিতি কখনো কি আপনার মাঝে অনুভব করেছেন? বিষয়টি হলো শারীরিক দুর্বলতা মনোবল হ্রাস করে। হয়তো আপনার উত্তরটি হ্যা কিংবা না হতে পারে! কিন্তু উত্তরটি যাইহোক সেটা নিয়ে হয়তো কখনো আমরা চিন্তা করার চেষ্টা করি নাই। আমাদের শারীরিক দুর্বলতার কারনে আমরা পরাজীত হওয়ার আগেই নিজের কাছে হেরে যাচ্ছি। চলুন আজ কিছু অনুভূতি ভাগ করে নেই এই বিষয়টি নিয়ে। হ্যা, আপনার কোন অনুভূতি শেয়ার করতে চাইলে, আপনাকে স্বাগতম জানাচ্ছি।

Have you ever noticed a subject, have you ever felt the presence of a subject? The point is that physical weakness lowers morale. Maybe your answer will yes or no! But the answer is that we never tried to think about it. Due to our physical weakness we are losing to ourselves before we are defeated. Let's not share some feelings about this today. Yes, if you want to share any of your feelings, you are welcome.

Thanks for watching.

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


▶️ 3Speak

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!