আমরা মৃত্যু বরণ করার পূর্বে

in life •  3 years ago 

images (213).jpeg
Photo Source

প্রতিদিন কবর আমাদের ৪ টি জিনিস মনে করিয়ে দিতে থাকে,
১ নাম্বারঃ কবর বলে--(আনা বায়তুল গরবা) অর্থাৎ- আমি কবর হলাম অপরিচিত ঘর যে ঘর সম্পর্কে তোমার কোন ধারণাই নেই, তাই আমার কাছে আসার পূর্বে তুমি সেখানে বুঝে শুনে আসবে।

২ নম্বারঃ কবর বলতে থাকে--(আনা বায়তুল ওয়াহদা) অর্থাৎ আমি কবর হলাম একা থাকার ঘর আমার কাছে আসার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে আসবে!

৩ নম্বারঃ কবর বলতে থাকে--(আনা বায়তুত দূত) অর্থাৎ আমি কবর হলাম পুকা মাকড় ও ভয়ংকর সাপ বিচ্ছুর ঘর, তাই আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে।

৪ নম্বার কবরঃ বলতে থাকে-- (আানা বায়তুত ত্বরাব) অর্থাৎ আমি কবর হলাম মাটির ঘর যে ঘরের কোন দরজা জানালা নেই, তুমি চাইলেও এঘর থেকে পালিয়ে যেতে পারবে না,এতএব আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে।

আমি জানি আমার কথাগুলো আপনার কান পর্যন্ত পৌছাবে, কিন্তু অন্তর পর্যন্ত পৌছাবে না, কবর বলে হে দুনিয়ার মানুষ তুমি আমাকে যতই ভুলে যাওনা কেন দিন শেষে তোমাকে আমার কাছে আসতেই হবে,
আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দান করুন, আমিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!