সূর্য কি সর্বদা একই অভিমুখ থেকে উদিত হয়? না! মাসের পরিবর্তন হওয়ার সাথে সাথে সূর্য ঠিক কোন জায়গা থেকে উদিত হয় সেই স্থানও বদলে যায়। সঙ্গের ছবিটিতে কানাডার এডমন্টন শহরের একটি নির্দিষ্ট স্থান থেকে 2021 সালের প্রতিটি মাসের তোলা ছবি একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ক্যামেরাটি সবসময়ই পূর্বদিকে মুখ করে রাখা হয়েছে, ছবিগুলির বামদিকে উত্তর দিক এবং ডানদিকটা হলো দক্ষিণ দিক। ছবিটিতে একদম উপরের অংশটি তোলা হয়েছে ডিসেম্বর 2020 সালে এবং সবচেয়ে নীচের অংশটি তোলা হয়েছে ডিসেম্বর 2021 সালে। প্রতিটি মাসের ছবি নিয়ে মোট 13 টি ছবি একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
যদিও আমরা জানি সূর্য সর্বদা পূর্ব দিকে ওঠে তবুও ছবি থেকে পরিস্কারভাবে বোঝা যাচ্ছে ডিসেম্বর মাসে দক্ষিণায়ণের সময়ে সূর্য একদম ডানদিকে (অর্থাৎ দক্ষিণে) সবচেয়ে দূরবর্তী প্রান্ত থেকে উদিত হচ্ছে। আবার জুন মাসে উত্তরায়ণের সময়ে সূর্য একদম বামদিকে (অর্থাৎ উত্তরে) সবচেয়ে দূরবর্তী প্রান্ত থেকে উদিত হচ্ছে।
Image credit : Luca Vanzella