আপনি কি জানেন? কোন ঘটনা দেখে মহান আল্লাহ তা"আলা হেসেছিলেন??

in islam •  3 years ago 

images (225).jpeg
Photo Source

আবূ হুরাইরাহ(রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ
-------"এক ব্যক্তি রসূল সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললোঃ "আমি খুব ক্ষুধার্ত। তখন তিনি তাঁর সহধর্মিণীদের নিকট(খবর) পাঠালেন; কিন্তু তাঁরা জানালেনঃ "আমাদের নিকট পানি ছাড়া কিছুই নেই!"
এরপর রসূল সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বললেনঃ

-------"কে আছ যে, এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পার?" তখন এক আনসারী সাহাবী [আবূ ত্বলহা (রাঃ)] বললেনঃ আমি। এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং (বাড়িতে গিয়ে) স্ত্রীকে বললেনঃ "রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম-এর মেহমানকে সম্মান কর।" স্ত্রী বললেনঃ "বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই!" আনসারী বললেনঃ "তুমি আহার প্রস্তুত কর এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও।"

-------সে বাতি জ্বালাল, বাচ্চাদেরকে ঘুম পাড়াল এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী-স্ত্রী দু’জনই অন্ধকারের মধ্যে আহার করার মত শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে, তারাও সঙ্গে খাচ্ছেন।

-----তাঁরা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলেন, তখন রসূল সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বললেনঃ "আল্লাহ্ তোমাদের গত রাতের কান্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশী হয়েছেন এবং এ আয়াত নাযিল করেছেন।" ইরশাদ হচ্ছেঃ

-------‘‘তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে। আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলতাপ্রাপ্ত।’’ [সূরা হাশরঃ ৯]

সুবহানাল্লাহ! আল্লাহু আকবার!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!