Assalamu Alaikum to all,
I don't really have much experience online. This is the first online job I have ever had the opportunity to join you through my sister.
But first of all I would like to thank opsin brother through whom I have the opportunity to work here at the moment. And also my sister piya3.
Now I will present to you some information about my personal life. My name is Khan Moinuddin and my serey username @ honest2345. In fact, the family can say financial problems and due to my negligence, my education did not become such an opportunity.
My current working age is 25 years. And my dad has a small grocery store in our local market. Where my father is now I spend about 18 hours a day as a shopkeeper.
District: Bagerhat
Upazila: Rampal
Village: Kumlai
In our village, Muslims and Hindus live together in harmony. As our district is located in the southern part of Bangladesh, we live in the riverside area. Many small and big canals are flowing through my village. On rainy days, these canals overflow. Shrimp farming is fairly good in my area. And now this winter we pick aman paddy at home. Agriculture is the main area and some. The rate of uneducated people in our village is quite high. The number of primary schools and secondary schools in our village is about 7 to 8.
My purpose:
In fact, the purpose of all of us is to make money. But through my sister, I learned that money can be made here, but you have to be patient. And this may be your son's advantage that may determine my future.
So I wish I could work here longer. With you And those of you who are there must guide me if I make a mistake. And I am with you to go a long way.
Many many thanks to all of my friends.
আসসালামু আলাইকুম সকলকে,
অনলাইন সম্পর্কে আসলে আমার তেমন বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। এই প্রথম একটা অনলাইন কাজ আমি আমার বোনের মাধ্যমে জানতে পেরে আপনাদের সাথে যোগদান করার সুযোগ পেয়েছি।
তবে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো @opsin ভাইকে যার মাধ্যমে আমি এই মুহূর্তে এখানে কাজ করার সুযোগ পেয়েছি। এবং সেইসাথে আমার বোন @piya3।
এখন আমি আপনাদের সামনে তুলে ধরব আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য। আমার নাম খান মইনুদ্দিন এবং আমার serey username @honest2345. আসলে পারিবারিক আর্থিক সমস্যা বলতে পারেন এবং আমার গাফিলতি জনিত কারণে আমার লেখাপড়া তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি।
আমার বর্তমান চলতি বয়স ২৫ বছর। এবং আমার পিতার একটি ছোট মুদির দোকান রয়েছে আমাদের স্থানীয় বাজারে। যেখানে আমার বাবার বয়স হওয়ার জন্য বর্তমানে আমি দোকানদার হিসেবে প্রতিদিন প্রায় ১৬ ঘন্টা সময় ব্যয় করি।
জেলা: বাগেরহাট
উপজেলা: রামপাল
গ্রাম: কুমলাই
আমাদের গ্রামে মুসলিম এবং হিন্দু এই দুই ধর্মাবলম্বী লোক একসঙ্গে আমরা মিলেমিশে বসবাস করি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আমার জেলা টি অবস্থিত হওয়ার জন্য আমরা নদী উপকূলীয় এলাকায় বসবাস করি। আমার গ্রামের মধ্য দিয়েও ছোট-বড় অনেক খাল বয়ে চলেছে। বৃষ্টির দিনে এই খালগুলোতে পানি উপচে পড়ে। আমার এলাকাতে চিংড়ি মাছের চাষ মোটামুটি ভালই হয়। আর এখন এই শীতের সময় আমরা ঘরে আমন ধান তুলি। কৃষি প্রধান এলাকা ও কিছুটা। আমাদের গ্রামের অশিক্ষিত লোকের হার মোটামুটি বেশ বললেই চলে। আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬ থেকে ৭ টির মত।
আমার উদ্দেশ্য:
আসলে আমাদের সবারই উদ্দেশ্য অর্থ উপার্জন করা। কিন্তু আমার বোনের মাধ্যমে আমি জানতে পেরেছি এখানে অর্থ উপার্জন করা যাবে যদিও কিন্তু ধৈর্য ধরতে হবে। এবং এই তোমার ছেলের সুফলটা হয়তোবা এরকম হতে পারে যে আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।
তাই আমার ইচ্ছা আমি এখানে দীর্ঘদিন কাজ করতে চাই। আপনাদের সাথে। এবং আপনারা যারা আছেন অবশ্যই আমাকে পথ নির্দেশনা দিবেন যদি কোন ভুল করি। এবং আমি ছাড়িয়ে দীর্ঘ পথ চলতে আপনাদের সাথে।
অনেক বেশি ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ভাই ও বোনদের জন্য এখানে যারা আমার থেকে বয়সে স্ট্রোক এবং ছোট।