Words – big or small, has its way of leaving impressions in one’s life. Introvert or extrovert, we are filled with words that reside in our hearts, souls, and minds. In fact, human life is filled with words that floats all around us. Some spoken and some remain unspoken.
Our lives are one big puzzle,
We don’t know how many pieces we’ve got,
There are people that fit in quite nicely
And ones that do not,
We’re constantly adding more pieces
All the memories of things we've been through,
We add laughter and tears and adventure,
And the lessons we've learnt to be true,
-e.h (Erin Hanson)
Starting with a poem seems a bit cliched but still a pretty good start.
Bangla (বাংলা):
কথা- মানুষের জীবনে কথার তাৎপর্য অনেক। কথা ছোট কি বড়, জীবনে অনেক প্রভাব ফেলে। অন্তর্মুখী-বহির্মুখী সব স্বভাবের মানুষের মননে ও মগজে অনেক জমা কথা থাকে। আসলে, মানুষের পুরো জীবন জুড়েই কথা ভাসে সর্বত্র।কিছু ব্যক্ত হয়, আর কিছু অব্যক্ত রয়ে যায়।
আমাদের জীবন একটি বড় ধাঁধা,
আমরা কত টুকরো পেয়েছি আমরা জানি না,
কারো কারো জীবন মানানসই
এবং কারো কারো মেলে না,
আমরা ক্রমাগত আরও টুকরো যোগ করছি,
পার করে দেয়া দিনগুলোর স্মৃতি মিশিয়ে,
সুখ দুঃখ সব মিলিয়ে,
জীবনে শিখেছি যা সত্য জেনে।
• এরিন হ্যানসন।
একটি কবিতা দিয়ে শুরু করা টা অনেক গতানুগতিক মনে হলেও এটাকে ভালো শুরু বলা যায়।
English:
Hi there everyone! I’m queenofspades9 and this is my introductory post.
I’m from Bangladesh, a small country in South East Asia with a huge population yet with a whole lot of beauty in it. I’m still a novice when it comes to writing. I’m an ambivert (both introvert and extrovert). I love listening to music and watch movies, also reading books; as much as I love to hang out and chat with my friends. Food is one of the things that I enjoy most, I’m a foodie and I don’t shy away. But cooking is not one of my favorite things to do.
Bangla (বাংলা):
আসসালামুআলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি queenofspades9 এবং এটা আমার ইন্ট্রো।
আমি একজন বাঙালি, বাঙালি মানে বাংলাদেশী। আমার দেশ বাংলাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। লেখালেখিতে আমি এখনও অনেক অনভিজ্ঞ। আমার মধ্যে অন্তর্মুখী বহির্মুখী দুই ধরনের স্বভাবই আছে। আমি গান শুনতে ও ছবি দেখতে এবং বই পড়তে যতটা পছন্দ করি ঠিক ততটাই পছন্দ করি বন্ধু-বান্ধবিদের সাথে আড্ডা দিতে। আমি না মস্ত বড় খাদক, মজা করছি… কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু আমি আসলেই অনেক পছন্দ করি। কিন্তু রান্নাবান্নাটা আমার কাছে খুব ঝামেলার মনে হয়।
English:
As a person, I happen to be jolly and cheerful most of the time, but I also have bad days. I love my family and friends a lot and spend as much time with them as possible. And I spend a lot of time listening to music and watching movies (series too).
I watch movies whenever I get a chance. During college (years ago) I used to watch 2 to 3 movies a day and I watch all genres, good or bad. And also I’m a dreamer.
I don’t dream about extravagant stuff. I don’t dream about millions in my bank account. The only dream that I have now is to travel. Seeing all the beautiful places, being lost in them, find myself again – I keep chasing that dream repeatedly. I hope I can start doing it sooner than later. It will be very fulfilling to my mind and soul.
Bangla (বাংলা):
আমি প্রফুল্ল স্বভাবের, হাসি যেন সবসময় লেগে থাকে আমার সাথে, কিন্তু… যত হাসি তত কান্না। আমারও এমন দু একটা খারাপ দিন যায়। আমি আমার পরিবার পরিজন এবং বন্ধু-বান্ধবদের অনেক অনেক ভালবাসি এবং তাদের সাথে সময় কাটাতে পছন্দ করি।
আমি দিনের অনেকটা সময় গান শুনে এবং ছবি ও সিরিজ দেখে কাটাই। আমার ভার্সিটির দিনগুলোতে আমি প্রচুর মুভি দেখতাম। মাঝে মাঝে এমনও হতো যে দিনে ২ ৩টা মুভি পরপর দেখা হয়ে গেছে। আমি অবশ্য অনেক স্বপ্নও দেখি।
আমি মানুষটা খুবই সাধারণ, আর তাই আমার স্বপ্নগুলো খুব সাধারণ। বিশাল গাড়ী, বাড়ি, ব্যাংক ব্যালেন্স – এগুলো কোন কিছুই আমার স্বপ্ন না। আমি স্বপ্ন দেখি ঘুরে বেরানোর। পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো এক নজর ভরে দেখবো – এটাই আমার স্বপ্ন। এই স্বপ্নের পিছনেই ছুটে বেরাই, এই স্বপ্নের জন্যই অনেক চেষ্টা। মনে আশা আছে এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সফল করার।
English:
As I have said before, I’m both introverted and extroverted. I love making new friends. But I’m close a very few selective people. I got to know about Blurtter.com from one of the selective ones, @globettottergcc. He is the one who introduced me to Blurtter.com and told me so much about it. Also inspired me to start writing.
Not going to beat around the bush anymore. I hope you all like my intro, vote, and support me as well. I wish everyone happy endeavors. Thank you so much.
Bangla (বাংলা):
যেমনটি আগে বলেছি, আমার মধ্যে অন্তর্মুখী বহির্মুখী দুই ধরনের স্বভাবই আছে। আমি নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি, কিন্তু খুব কম মানুষের সাথে আমি ঘনিষ্ঠ। এই দু একজন ঘনিষ্ঠ মানুষের একজন হলো @globettottergcc যে আমাকে Blurtter.com এর সাথে পরিচিত করিয়েছে। আমার Blurtter.com এর অনেক বিষয় আসয় তার কাছ থেকে জানা। আমাকে লিখতেও উদ্বুদ্ধ সে করেছে।
যাক অনেক কথা বলে ফেলেছি। এখন পুরো রচনা করে ফেলেছি। আশা করি আপনারা আমার ইন্ট্রোটি পছন্দ করবেন এবং ভোট ও সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
Hello use 1st or 2nd #blurtbd tag and receive highly reward
Thank you Done!
Please follow us on twitter- https://twitter.com/HelloBlurt
Congratulations, your post has been curated by @r2cornell-curate.
Also, find us on Discord (https://discord.gg/BAn2amn)
Hello, Blurtter!
Congratulations! Your post has been selected for BlurtBD Curation Project. Manually curated by @Looking & @Shimu840. Keep it up the good work.
@BlurtBD is a manual curation project that supports all those talented authors who can contribute quality things to our Blurt Community.
Use tag #BlurtBD and Join our Blurt Bangladesh Discord Community for more support. Thank you.