Graphic designer is my passion
My name is Faruk Mahmood. Graphic designer is my passion. I am a student & the second son of the family, I carry on my life through studies as well as playing sports with friends and work.
আমার নাম ফারুক মাহমুদ । গ্রাফিক ডিজাইনার আমার নেশা। আমি একজন ছাত্র এবং পরিবারের দ্বিতীয় সন্তান , আমি পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথে খেলাধুলা ঘোরাফেরা এবং কাজের মাধ্যমে আমার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি ।
Myself
Opening day!
বিভিন্ন কারণে আমি পড়াশোনা থেকে দূরে থেকেছি । এভাবেই একসময় জেএসসি পরীক্ষা এসে গেল । পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি নেওয়া হয়নি । যেমনটা অন্য ছাত্ররা নেই । আমি পরীক্ষা শুরু হলো পরীক্ষা দিলাম । একদিন খেলার মাঠে হঠাৎ শুনলাম, আজ নাকি আমাদের পরীক্ষার ফলাফল দিবে । এ কথা শুনে আমি আমার ফলাফল দেখার জন্য, বড় ভাইয়ের মোবাইলে সাচ দিলাম এবং দেখলাম যে আমি পাশ করেছি । ভাবছেন কি ফলাফল হয়েছে, কথা আছে না যে যেমন কর্ম তেমন ফল আমার ফলাফলটা তেমন হয়েছে ।
College Life
পরিবারের ইচ্ছে ছিল সন্তান বড় হলে কাজে দিয়ে দিবে । তখনও আমি তেমনি বড় হয়নি, তাই কাজে পাঠায়নি । বাড়িতে বসে কি করব তাই আবার ভর্তি হলাম নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় । আমার হিসাব করতে অনেক ভালো লাগতো, তাই পরিবারকে না জানিয়েই ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয় । পরিবার থেকে এটা নিয়ে তেমন কিছু বলেনি, কারণ কেউ কেউ তো আর পড়াশোনা করেনি ।
আরেকটা কথা আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি মাঝেমধ্যে বাবার সাথে কাজে যেতাম । এভাবে আমি কাজটি একসময় শিখে নেই । নবম শ্রেণীতে থাকা অবস্থায় মাঝেমধ্যে কাজে যেতাম, যেখান থেকে আমার পড়াশোনার খরচ করতাম । এভাবে দশম শ্রেণীতে থাকা অবস্থায় অনেকের সাথে পরিচিত হয় । ভাবছেন এতদিনে পরিচয়, ওই যে বললাম ভালো করে কখনো ক্লস করোনি । আর একটা কারন ছিল সেটা হলো আমি হিসাববিজ্ঞান ভালো বুঝতাম । এভাবেই টেস্ট পরীক্ষার সময় হয়ে আসলো, আমি কাজে চলে যাওয়ার কারণে তেমন পস্তুতি নিতে পারিনি ।
Visiting some Historical place with some of my friends
আমি পরিবারের চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলাম । আমার ছোট্ট আমার ছোট আমার ছোটকাল মা-বাবা এবং বড় ভাইয়ের ভালোবাসায় অনেকটা ভালো কেটেছে আমার যখন সাত বছর বয়স তখন বাবা আমাকে গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করে দিয়ে আসেন । আমাদের প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল, মিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় । আমার সাথে আমার পাড়ার আরো সমবয়সী চারজন বন্ধু ভর্তি হয় । এরপর আমরা চারজন বন্ধু মিলে একসাথে স্কুলে যেতাম এবং আসতাম । খেলাধুলা এবং পড়াশুনার মাধ্যমিক শিক্ষা জীবন শেষ হয় ।
Traveling
প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে কালিকাপ্রসাদ হাই স্কুল ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় । ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা তেমন ভালো প্রস্তুতি নিতে পারেনি । পরীক্ষা দিলাম কিন্তু আমাদের দশম শ্রেণীর ফলাফল করে যদিও আমি পাশ করেছি । তখন থেকে আমি চিন্তা করলাম সবাই এভাবে ফেল করেছে আর আমি সেখানে পাস করে করতে পেরেছি, সেটা চিন্তা করে আমি ভাবি আমি ফাইনাল পরীক্ষায় ভাল করব । তখন থেকে আমি নিয়মিত পড়তে শুরু করি । একটা সময় পরীক্ষা শেষ হল ফলাফল বের হল ফলাফল যেমনটা আশা করলাম তেমনটাই পেলাম ।
পরীক্ষার পরে কাজ করে জমানো টাকা দিয়ে কলেজে ভর্তি হলাম । পড়াশোনা কলেজের শিক্ষকদের প্রিয় হয়ে গেলাম, কিন্তু একদিন একটা অ্যাকসিডেন্ট আমার পড়াশোনা শেষ করে দিল । বাবা অসুস্থ হয়ে পড়লেন । যার কারণে সেই আগের মতো কাজ আর অল্প পড়াশোনা । এভাবে এসএসসি পরীক্ষা দিলাম পাস করলাম, কিন্তু আর পড়াশোনা করিনি তারপর কিছুদিন কাজ করতে গেলাম । এবার বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম তাতেও কোন লাভ হল না । অবশেষে এখন কাজের পাশাপাশি কম্পিউটার শিখার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হলাম ।
Journey By Boat
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরিবারের চাহিদা মেটাতে পারি । আরেকটা কথা আমরা তিন ভাই এক বোন মা-বাবা আমাদের পরিবার ।
Your post has been upvoted (1.91 %)
Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank yo so much!
Welcome to the Blurt! Please follow us on Twitter- https://twitter.com/blurtofficial, Telegram- https://t.me/blurtofficialchat, Join our Official Discord server- Here
Hello and welcome to blurt @farukmahmud To help your growth here on blurt kindly take some time and read through this post https://blurt.blog/blurt/@angelica7/social-etiquette-and-how-to-succeed-on-blurt
Everything you need to succeed can be found on that post and read about tags and mentions as well and if you are not clear kindly reach out to our discord channel and I will be happy to help https://discord.blurt.world/
Join blurtAfrica WhatsApp.
click here
Join GameState discord
click here
@bestkizito for blurtafrica
Welcome! 🤬