আমার পরিচিতি মূলক পোস্ট

in introducemyself •  24 days ago  (edited)
IMG20250129124044.jpg
IMG20250129114235.jpg


হ্যালো বন্ধুরা

আশা রাখি সকলে ভালো আছেন ,সুস্থ আছেন ,সেই কামনায় আমি আমার পরিচিত মূলক পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রথমেই রাব্বুল আলামীনের কাছে লাখ লাখ শুকরিয়া আপনাদের সাথে যুক্ত হতে পেরে এবং আমার মনের অভিব্যক্তি গুলো ব্যক্ত করতে পেরে। এই স্টিমিট প্লাটফর্মকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য।

এই প্লাটফর্মের সুবাদে আমাদের মত মেয়েরা তাদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারছে ।কর্মক্ষম হতে পারছে এবং মনের খোরাক হিসেবে এই স্টিমিট প্লাটফর্মকে বেছে নিতে পেরেছে।

বন্ধুরা যেহেতু এটি আমার পরিচিয় মূলক পোস্ট ,তাই শুরুতেই আমি আমার পরিচয় ব্যক্ত করছি।


আমার পরিচয়:

আমি আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের একজন শিক্ষিকা। আমি উক্ত প্রতিষ্ঠানের সমাজবিজ্ঞান এর একজন শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছি। আমি ২০১১ সাল থেকে শিক্ষাগতা পেশায় নিয়োজিত আছি। ছোটবেলা থেকে শিক্ষাগত পেশার প্রতি আমি খুব দুর্বল। আমি ঢাকার একটি স্কুলে লেখাপড়া করতাম, তখন থেকেই স্যার এবং ম্যাডামদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। জীবনে এই মহৎ পেশায় নিজেকে নিয়ে যেতে করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূর্ণ করেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে এই সেবামূলক পেশার সাথে জড়িত থাকতে পারি ‌‌। সত্যি বলতে আমি খুব উপভোগ করি এই পেশা টি কে।

আমরা স্বামী স্ত্রী দুজনেই একই প্রতিষ্ঠানে চাকরি করি। আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ আর আমার শ্বশুরবাড়ি কুমিল্লা হোমনা থানায়। চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকতে হয় ।প্রথমে ছিলাম সিলেট তারপর ট্রান্সফার হয়ে আশুগঞ্জ ফার্টিলাইজার এ এসেছি।


আমার পরিবারের সদস্য সংখ্যা:

আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন। আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে এক ছেলে। ওরা সবাই পড়াশোনা করছে।

IMG-20250129-WA0020.jpg
IMG-20250129-WA0021.jpg
IMG20241219211551.jpg
IMG-20250104-WA0058.jpg
IMG-20250104-WA0052.jpg


শিক্ষাগত যোগ্যতা:

আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি। পরবর্তীতে বি এড ও নিবন্ধনও করেছি। তারপর আমি এলএলবি কমপ্লিট করেছি। যদিও চাকরির কারণে আমি বর্তমানে কোট প্র্যাকটিস করতে পারিনা। তবে ইচ্ছে আছে চাকরি শেষ হয়ে যাওয়ার পর জীবনের শেষ দিকে কোট প্র্যাকটিস করব ইনশাআল্লাহ।


এই প্লাটফর্মে আসার কারণ:

আমি যেহেতু শিক্ষিকা তাই লেখালেখি করা আমার শখ। তাছাড়া আমি ঘুরতেও পছন্দ করি ‌। যেখানেই যাই সেখানেই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। মোটকথা ক্যামেরা বন্দি করে রাখি যাতে করে পরবর্তীতে সময় সুযোগ করে তা দেখে ,মনের খোরাক জোগাতে পারি।

মূলত আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি আমার জীবন যাপন প্রণালী আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং বিভিন্ন ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।


এই প্লাটফর্মে আমি যা করতে চাই :

আমি বাংলাদেশকে পুরো বিশ্বের বুকে ফুটিয়ে তুলতে চাই। এমনকি আমার মাতৃভূমি তথা বাংলাদেশ সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পায়। তথাপি আমি আমার জীবন যাপন প্রণালী ও আপনাদের মাঝে তুলে ধরতে চাই।


আমার শখ:

প্রতিটা মানুষেরই কোন না কোন শখ থাকে। আমিও এর ব্যতিক্রম নই।আমি লেখালেখির পাশাপাশি, গান গাইতে ও শুনতে পছন্দ করি। শুধু তাই নয় আমার পছন্দের তালিকায় ফটোগ্রাফি ও রয়েছে বন্ধুরা। তো আমার বিশ্বাস এ প্লাটফর্মে আমার পথ চলা সুদীর্ঘ হবে। এবং আমার কার্যক্রম আপনাদেরকে আনন্দ দিবে।


আমি যার মাধ্যমে প্লাটফর্মে যুক্ত হয়েছি:

আমারে খুব কাছের মানুষ, যিনি আমার সকল সমস্যার সমাধান। যেকোনো ধরনের সমস্যা হলেও আপনি আমাকে সমাধান করিয়ে দেন। বিশেষ করে এই প্লাটফর্ম সম্পর্কে আমি উনার কাছ থেকে ধারণা পেয়েছি। উনি আমাকে উৎসাহ দিয়েছেন। উনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই আমি প্লাটফর্মে সংযুক্ত হয়েছি তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। যার মাধ্যমে আমি প্লাটফর্ম সম্পর্কে জেনেছি এবং আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি উনি হচ্ছেন,@rubina203
রুবিনা বক অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্লাটফর্মের সন্ধান দেওয়ার জন্য এবং আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

আরো একটি নাম না বললেই নয় সে হলো আমার স্নেহের ছোট ভাই সবুজ। যার ইউজার নেম @sabus
সবুজ ভাই বয়স আমার ছোট হলেও এই প্লাটফর্মে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সত্যি বলতে এখানে কিভাবে লিখতে হয় এই ধরনের মার্কডাউন, কিভাবে ইউজ করতে হয় ,ছবি কিভাবে পেস্ট করতে হয় ,সবকিছুই আমি উনার কাছ থেকেই শিখা। আমি রুবিনা আপু ও সবুজ ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ ।আমার মত এরকম একজন মানুষকে হাত ধরে এতটুকু নিয়ে আসার জন্য। এই প্লাটফর্মে আমার সফলতার পেছনে এই দুজনের অবদান অপরিসীম।

পরিশেষে ,
আমি একটি কথাই বলতে চাই ,এই প্লাটফর্মে যেন আমার পথ চলাটা দীর্ঘ হয় ।সেই দোয়া করবেন এবং আপনাদের সাথে যেন আমি দীর্ঘদিন সংযুক্ত থাকতে পারি সেই প্রত্যাশা করে আজকের মত এখানেই শেষ করছি ।

My Social media Link:
https://steemit.com/@sairazerin


আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  23 days ago  ·  

আপনাকে অভিনন্দন জানাই এই প্লাটফর্মে জয়েন হওয়ার জন্য যদিও আমরা পূর্ব পরিচিত কিন্তু আপনি এই প্লাটফর্মে অনেক কারণেই আসেননি।। আশা করি সকল নিয়ম নীতি মেনে আপনি এই প্লাটফর্মে কাজ করবেন এবং আপনার জন্য শুভকামনা রইল।।

  ·  21 days ago  ·  

Welcome to Blurt! 🙂

I invite you to take part in our survey to tell us how did you find a blurt:

https://blurt.blog/blurt/@khrom/3syb5c-how-did-you-come-across-blurt-leave-a-reply-and-get-a-strong-upvote-round-2

  ·  21 days ago  ·   (edited)
  • @khrom
    Thank you very much for inviting me, sir. I gladly accepted your invitation.