আমার পরিচয় // my identity

in introduce •  2 years ago 


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

আমার পরিচয়
আমার নাম : মোঃ মুনাইম খাঁন
আমার বাবার নাম : মোঃ আব্দুল মালেক খাঁন
আমার মায়ের নাম : মোসাঃ খাদিজা বেগম
আমার ভাইয়ের নাম : মোঃ আল আমিন খাঁন

IMG_20230621_182901.jpg

শুরুতেই আমি বলতে চাই
সকল মুসলমান ও ভাই ও বোনদের প্রতি রইল আমার সালাম ও অন্য ধর্মালম্বী ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ।
IMG_20230618_135249.jpg
আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমি ভালো এবং সুস্থ আছি । তার জন্য শুকরিয়া আদায় করছি উপরওয়ালার কাছে ।
সর্বপ্রথম আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে এই প্লাটফর্মে কাজ করার সুযোগ দিয়েছেন । সর্বোপরি তাদের জন্য দোয়া ও প্রার্থনা করছি উপরওয়ালার যেন ও সবাইকে সুস্থ্য ভালো রাখেন ।
IMG_20230621_184216.jpg

প্রতিটা মানুষের একটি পরিচয় থাকে কারণ পরিচয় ব্যতীত এই জগতে কেউ থাকতে পারেনা । তাই আমার ও একটি নিজের পরিচয় আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম ।
IMG_20230621_183747.jpg
তার সাথে আমার কিছু নিজের ইচ্ছা ও প্রকাশ করছি । যাতে আপনারা আমার সম্পর্কে জানতে পারেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই প্লাটফর্মে কাজ করতে পারি ।
আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি আমরা ২ ভাই । আমার একটা বড় ভাই আছে । আর আমি ছোট । আমি বাবা আর মা আমরা বাড়ি থাকি এক সাথে। আমার বাবা ব্যাবসা করে এবং মারাই মেসিংএ ধান ভাংগে ।
IMG_20230621_182618.jpg
আর আমার বড় ভাই একটি মাদ্রাসায় চাকরি করে । আমার বাবা এত কষ্ট করে যা দেখলে অনেক কষ্ট হয় কিন্তু আমি ছোট ও তাই কিছু করতেও পারি না ।
IMG_20230618_135249.jpg
আর এখন যে ভাবে প্রয়োজনীয় দ্রব্যবের দাম এত বাড়ছে তার জন্য আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে পরেছে। তাই আমি এই প্লাটফর্মে কাজ করে পরিবারের জন্য কিছু করতে চাই ।

বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আর মা বাবার প্রতি সবাই খেয়াল রাখবেন।মা বাবার খেদমত করবেন।
(আল্লাহ হাফেজ)

CholoEarnKori.gif


Bismillahir Rahmanir Rahim

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

my identity
My name: Md. Munaim Khan
My father's name: Md. Abdul Malek Khan
My mother's name: Mosa Khadija Begum
My brother's name: Md. Al Amin Khan

IMG_20230621_182901.jpg

I want to say at the beginningMy greetings to all Muslims and brothers and sisters and my sincere love and best wishes to my brothers and sisters of other religions. By the infinite mercy of Allah,
IMG_20230621_184216.jpg
I am well and healthy. I thank the Lord for that. First of all I express my gratitude tthosewho have given me the opportunity to work on this platform. Above all,
IMG_20230618_135249.jpg
I am praying and praying for them that the Almighty will keep them all healthy.
Every human being has an identity because without identity no one can exist in this world. So I shared with you that I have an identity of my own. I express some of my own wishes with him. So that you can know about me and work on this platform with your love.
IMG_20230621_184434.jpg
I have given SSC exam this time. We are 2 brothers. I have an older brother. And I'm small. I am father and mother we live together at home. My father does business and breaks paddy in Marai Messing. And my elder brother works in a madrasah. My father works so hard which is very painful to see but I am small and so I can't do anything. And now the way the prices of essential goods are increasing so much, it has become very difficult to run our family.
IMG_20230621_184216.jpg
So I want to do something for the family by working on this platform.

Friends, until today everyone will be fine and healthy.
And everyone will take care of parents. They will serve their parents.
(Allah Hafez)


PicsArt_06-20-06.52.40.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!