আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তালার।
আমার কোম্পানির সাথে যে কোম্পানির কন্টাক ছিল। তাদের এই জায়গায় কাজ কম হয়ে গেছে। এই জায়গা থেকে তাদের ছোট খাটো যা কিছু আছে। যেমন কি এসি ফ্রিজ, টিভি। তাদের ছোট খাটো ওজনের জিনিস আছে। এই সামান গুলার ট্রাকের উপরে উঠাতে অনেক মানুষ লাগবে। তাই এসব জায়গায় ফোর ক্লিপ ইউজ করা হয়। কাজের সময় ফর ক্লিপ ইউজ করলে কাজের সুবিধা হয়। যেমন কি একটা ফোর ক্লিপ প্রায় ৪-৫ টন উঠাতে পারে। প্রায় ৫ টন উঠাতে কত জন মানুষ লাগবে তা আমার অনুমান জানা নাই। আর এই ফোর ক্লিপে প্রায় পাঁচ টন উঠাতে দুইজন মানুষ হয়ে যায়। তাই বেশির ভাগ কাজে আমি দেখছি। ফোর ক্লিপ ব্যবহার করা হয়।
এই ছবিটা আজ থেকে পাঁচ বছর আগে তোলা ছবি আমার। যখন আমি ফোর ক্লিপ ড্রাইভিং করেছিলাম। যখন ফর ক্লিপ দিয়ে মাল গুলা লোড করতেছিল। তখন আমার আগের দিনের কথা মনে পড়ে গেল। এই ফোর ক্লিপ চালানো এতই সোজা নয়। এটা দেখতে হুবহু গাড়ির মতো। আমি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসছি সৌদি আরবে। আমি যেহেতু ড্রাইভিং জানি তাই আমি ফোর ক্লিপ এর উপর উঠে গেলাম ডাইভিং করার জন্য। এটা বিলকুল গাড়ি থেকে আলাদা। যেমন কি আমরা গাড়ি চালালে। সামনের দুই চাকা আমরা যেদিকে ঘুরে সেই দিকে যায়। আর ফর ক্লিপ এর জায়গায় আলাদা। ফোর ক্লিপার জায়গায় পিচের দু চাকা ঘুরে। গাড়ি আমরা যেরকম স্পিড উঠাতে পারি। ফোর ক্লিপ আমরা এত স্পিড উঠাতে পারবো না। আরো ফোর ক্লিপে আমরা যখন ওজনীয় কিছু উঠাই। তখন ফোর ক্লিপ চালানো অনেক রিক্স হয়ে যায়। তাই ফর ক্লিপটা আসতে চালানোই ভালো।
এটা হচ্ছে আমাদের কোম্পানির পানির গাড়ি। যেহেতু আমরা সমুদ্রের কাছে আছি। নিচ থেকে পানি উঠালে লবণ আর লবণ। তাই আমাদের গোসল করার জন্য আর অন্যান্য কাজ করার। জন্য পানি নিয়ে আসে এই গাড়ি দিয়ে। প্রতি দিন চার বার পানি নিয়ে আসে এই গাড়ি দিয়ে। যে জায়গা থেকে পানি নিয়ে আসে । সেই জায়গা আমাদের এখান থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে। এক গাড়ি ফুল পানি নিয়ে আসবে। ২০০ রিয়াল লাগে। যা বাংলাদেশের পাঁচ হাজার ছয়শত টাকা। এক গাড়ি পানির দাম। অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।