"প্রসঙ্গঃ ভ্রমণ "
আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য আজকে নিয়ে আসলাম আমার কাটানো কিছু ব্যস্ততার সময়। তাহলে চলুন আমার কাটানো ব্যস্তময় সময়টুকু জেনে নেওয়া যাক।
রাত্রে ঠিক তিনটার দিকে সেহেরী খাওয়ার পর একটু নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম । সকালবেলা ঘুম ভাঙলো এক খালাতো ভাইয়ের ডাকে। কারণ আজকে খালাতো ভাইয়ের কলেজ দেখতে যাব। তার ডাক শুনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম তার সাথে। তার সাথে একটুখানি হাঁটার পর এই রাস্তার পাশে দেখতে পেলাম একটি ভ্যান ।
![]() |
---|
তাই সেটার মধ্যে দুজনের উঠে সেই কলেজের দিকে রওনা দিলাম । তবে কলেজ যাওয়ার পথে আমাদের গ্রামের একটি ছেলেকে দেখতে পেলাম সেও নাকি সেই কলেজে যাবে । তাই তিনজন মিলে প্রায় 20 মিনিট মত পথ পাড়ি দিয়ে কলেজের সামনে এসে পৌছালাম ।
![]() |
---|
সেই কলেজটির নাম ছিল পার্বতীপুর সরকারি টেকনিক্যাল কলেজ এন্ড স্কুল । এরপর 3 জন মিলেই কলেজের ভিতরে প্রবেশ করলাম । কলেজ গেট দেখেই বুঝা যাইতেছে না যে কলেজটি অনেক বড়। তবে ভিতরে ঢুকে দেখতে পেলাম কলেজটি দেখতে অনেক বড় । তবে কলেজটির পাশে আরও একটি নতুন ভবন তৈরি করা হইতেছে।
![]() |
---|
কলেজটির ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম শহীদ মিনার ।
![]() |
---|
তাই শহীদ মিনারের সেখানে তিনজন মিলে চলে গেলাম । সেখানে বসে একটু আড্ডা দিয়ে নিলাম। এরপর আমার সেই খালাতো ভাই চলে গেল স্যারের রুমে । সেখানে গিয়ে সে কাজ করতে থাকলো।
![]() |
---|
তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা একটু চারপাশ ঘুরে দেখলাম। চারপাশে দেখতে দেখতে হঠাৎ করেই সে ফোন দিলে । ফোন দিয়ে বলল তার নাকি কলেজের কাজ শেষ হয়ে গেছে। তাই সে আমাদেরকে কলেজের গেটের বাইরে আসতে বলল। তাঁর কথামতো চলে আসলাম কলেজ গেটের বাইরে। এরপর সেখানে আবারো দেখা হলো।
![]() |
---|
সেখান থেকে কিছু রাস্তা হাটার পর আমরা মেইন রোডে চলে আসলাম । সেখানে আসা মাত্রই দেখতে পেলাম আমাদের গ্রামের একটি মানুষ ভ্যান নিয়ে বসে আছে । তাই তার ভ্যান এ বসে বাসায় আসার জন্য রওনা দিলাম । অবশেষে বাসায় পৌছে গেলাম।
আশা করি আমার কাটানো সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|