The Diary game শেষ প্রান্তে একটি দিনের গল্প ।

in iduvtsin •  last year 

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

৩১ শে আগস্ট আজকে এ মাসের শেষ দিন আমি লিখতে বসেছি সন্ধ্যা ৮:৩০ মিনিটে গত কালকে যেভাবে আমি তিনটা পার করছি, প্রতিদিনের মতোই সকাল ছয়টা বাজে ২৫ মিনিটে ঘড়ির কাঁটা টিপ টিপ করল তারপরে ঘুম ভেঙ্গলো। ঘুম থেকে উঠে বসে আলহামদুলিল্লাহ বললাম তারপর ওযু করার জন্য গোসলখানায় গিয়ে ওযু করলাম ফরজের নামাজ শেষ করে। কিছু সময় কোরআন তেলাওয়াত করি তারপর। সকালে গোসল করে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে ডিউটি করলে কালকে আমাদের আবার ৩১ তারিখে ছুটির দিন মালয়েশিয়া স্বাধীনতার উদ্দেশ্যে।

তো যাই হোক কোম্পানিতে গিয়ে পৌঁছালাম তারপর আমার বিড়ালের ছানা গুলো আমার দিকে চলে আসলো তারপর তাদেরকে একটু যত্ন করলাম যত্ন করে খেতে দিয়েছি। একটি বিড়াল অনেকে অসুস্থ জানিনা তার কি হয়েছে হঠাৎ করে কোন কিছুই খেতে চাচ্ছে না।


আমার প্রিয় বিড়াল গুলো নিতম্বে তাকিয়ে আছে

তারপর প্রতিদিনের ন্যায় ৮:৩০ এ কাজ শুরু করি। অনেকটাই আনন্দের সাথে কাজ করছিলাম কেননা আজকে কাজ করলে কালকে একটা দিন ছুটি রয়েছে। অনেক জায়গায় বেড়াতে যেতে পারবো মনে মনে অনেক কিছুই চিন্তা করছি আর কাজ করছি।

কাজের সাইট থেকে তোলা ছবি

বারোটায় দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে এক ঘন্টা বিশ্রামের পরে আবারো কাজ করতে শুরু করি দুইটার পরে আমার বন্ধু এসে আমাকে বলল যে আজকে বেতনের সেলারি ঢুকে গেছে আমাদের ব্যাংকে। এবার আরো একটু বেশি আনন্দ হল ছুটির আগের দিন বেতন পেলে সবারই মন ভালো থাকে। আমার বন্ধু আর আমি প্লান করছি যে সন্ধ্যায় একটু ঘুরতে যাব।

কেননা কালকে মালয়েশিয়ার ৬১ তম স্বাধীনতা দিবস আমাদের রুম থেকে দুই কিলোমিটার দূরে একটি জায়গায় গানের অনুষ্ঠান করেছে সেখানে বিভিন্ন শিল্পি আসবে এবং গান করবে আনন্দ উল্লাসে মেতে উঠবে তাদের সাথে যোগদান করার জন্য আমরাও আমাদের প্লান অনুযায়ী গানের ওই জায়গায় পৌঁছে যাই সেখানে দুই ঘন্টা মত আনন্দ উদযাপন করি এরপর আবারো বাসায় ফিরে আসি।

বাসায় এসে আর রান্না করি নাই কেননা কালকে ছুটি বলে আজকে বাহির থেকে রুটি খেয়ে এসেছি মালয়েশিয়া এই রুটিগুলোকে বলা হয় ( রুটি সানাই )এগুলো খেতে অনেক সুস্বাদু ডাল এবং সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে।

IMG_20230831_082328.jpg

IMG_20230831_082328_1.jpg
গরম লাল চা এর সাথে লেবুর মিশ্রণ চা এর স্বাদ গুণ করে তুলে।

ঘড়ির কাটায় রাত নয়টা বাজে তখন steemitblog সাইটে কাজ করার জন্য ফোনটা নিয়ে বসেছি কিন্তু কিছুতেই ঢুকতে পারছি না তারপর খোঁজ নিয়ে দেখি সার্ভারের সমস্যা রাত যখন সাড়ে এগারোটা বাজে আমাদের এডমিন ম্যাম জানালো যে steempro অ্যাপস দিয়ে কাজ করা যাচ্ছে। তখনই এই অ্যাপস টি ডাউনলোড করে কিছুটা কাজ করি তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে এশার নামাজ শেষ করে ঘুমাতে যাই।

তো বন্ধুরা এই ছিল আমার একটি দিনের কার্যাবলী আশা করি ভালোভাবে উপস্থাপনা করতে পেরেছি। যদি আমার লেখার ভিতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

ধন্যবাদ জানাই আমার ওই সকল বন্ধুদের যারা আমার লেখাটি পরিদর্শন করছেন।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!