আমাদের রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা চিন্তা করতে পারি।

in iduvtsin •  8 months ago 
বিছমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

আমার মুসলিম ভাই ও বোনেরা হয়তোবা সবাই অবগত আছেন যে রিজিক শব্দের অর্থ কি? তবুও আমি এই কথাটি পুনর আবৃত্তি করছি ‌, রিজিক শব্দটি আরবি এর বাংলা অর্থ হলো ‍;- জীবনসামগ্রী, আমি বিশ্বাস করি একটি মানুষের রিজিক জন্মের আগে থেকেই নির্ধারিত। কিন্তু এটা আমরা কিছুটা আমাদের জন্মের পরে পরিবর্তন করতে পারি দোয়া এবং আমলের বরকতে।

Edited by Canva

Adobe_Express_20230902_2258450_1.pngsource

আমাদের রিজিক কখন কোথায় কোন অবস্থায় লেখা আছে তা আমরা নিজেও জানিনা যার যেখানে রিজিক আছে সে সেখানে পৌঁছাবেই আমি মাঝে মাঝে অবাক হয়ে যে কল্পনার বাইরে কিছু কিছু সময় আমাদের রিজিক সামনে এসে যায় যদি আমরা একটু ভাবি এর গভীরতা নিয়ে চিন্তা করি তাহলে অবশ্যই বুঝতে পারব যে রিযিক আল্লাহ সুবহানাতায়ালার কত বড় একটি নিয়ামত।

pexels-rahmi-aksöz-7902981.jpgsource

পৃথিবীতে সকল আশরাফুল মাখলুকাতের রিজিক আল্লাহ সুবহানুতায়ালা দিচ্ছেন। কারো কম কারো আবার বেশি তবে যাদের কম রিজিক দিচ্ছেন তারাই ভাগ্যবান কেননা শেষ বিচারের দিন সবকিছু হিসাব নেয়া হবে আমাদের কাছ থেকে তাই যারা কম-রিজিক পাচ্ছেন তাদের হিসাবটাও কম থাকবে। একটি বিষয় সব ধর্মে রয়েছে যে ,, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে পরকালে ‌‌।

তো যাই হোক আমি রিজিক নিয়ে কথা বলছিলাম,
আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই গতকাল ঘটে যাওয়া আমার সাথে একটি ঘটনা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!