Good night

in iduvts •  2 years ago 

হাই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু । আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

IMG_20221231_193050.jpg

মানবসভ্যতার ইতিহাসে আগুনের অবদান অনস্বীকার্য। মূলত আগুন আবিষ্কারের মাধ্যমেই মানুষ সভ্যতার পথে পা বাড়ায়।

IMG_20221231_193050.jpg

এরপর শুরু করে আগুনের নানাবিধ ব্যবহার। যুদ্ধক্ষেত্রে আগুন ব্যবহার হচ্ছে সেই সুপ্রাচীনকাল থেকেই।

IMG_20221231_193050.jpg

হাজারো বছর পর আমরা কম্পিউটার, ইন্টারনেটের যুগে পৌঁছে গেলেও সেই গুহাবাসীদের আবিষ্কৃত আগুনের ব্যবহার বেড়েছে বৈ কমেনি।

IMG_20221231_193050.jpg

যুদ্ধক্ষেত্রে শত্রুকে আগুনে ঝলসে দেওয়ার লক্ষ্যে বাইজেন্টাইনরা এক ধরনের অস্ত্র ব্যবহার করত। বাইজেন্টাইনরা এ অস্ত্রটি মূলত পানিপথে ব্যবহার করত।

IMG_20221231_193050.jpg

গ্রিক ফায়ার বা গ্রিক আগুন ছাড়াও এ অস্ত্রটিকে তরল আগুন, সমুদ্রের আগুন, রোমান আগুন ইত্যাদি নামে ডাকা হয়। শত্রুপক্ষের জাহাজে বা নৌকায় প্রথমে এক ধরনের দাহ্য তরল ছিটিয়ে দেওয়া হতো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Welcome to Blurt community
Congratulations your post has been curated by blurt-india