মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্যই নবি-রাসুল প্রয়োজন। মানুষের জ্ঞান স্বল্প।
(source)[https://images.app.goo.gl/3wXXuCRJpd19NR5A7]
এ স্বল্প জ্ঞান যারা অনন্ত অসীম আল্লাহ তায়ালার পরিচয় ও তাঁর বিধিবিধান জানা অসম্ভব। তাই আল্লাহ নবি-রাসুল প্রেরণ করে মানুষকে জীবনবিধান ও দিকনির্দেশনা প্রদান করেছেন। তাঁরা হাতে-কলমে মানুষকে আল্লাহর বিধিবিধান শিক্ষা দেন।
ইমান মুজমাল দ্বারা আমরা পুরোপুরিভাবে আল্লাহ তায়ালার কর্তৃত্ব ও বিধানকে স্বীকার করে থাকি। আল্লাহ তাঁর সত্তা, গুণাবলি, ক্ষমতা সবকিছুতেই সবার ঊর্ধ্বে। আমরা সর্বদা আল্লাহর আনুগত্য করে তাঁর বিধান মেনে চলব। ইমান মুজামান আমাদের এটাই শিক্ষা দেয়।
শিক্ষকের দেওয়া নামটির অর্থ আল্লাহ সর্বজ্ঞ। অর্থাৎ তিনি একরামের উক্তিটিতে রিসালাতকে অস্বীকার করা হয়েছে। সর্বজ্ঞানের অধিকারী– এ গুণটি উপস্থাপন করে আব্দুল আলিম নামটি। 'আলিম' আল্লাহর গুণবাচক ৯৯ নামের একটি। এর অর্থ সর্বজ্ঞ অর্থাৎ যিনি সবকিছু জানেন । আল্লাহ তায়ালা হলেন আলিম। তিনি সব জ্ঞানের আধার, তার জ্ঞানের পরিমাপ করা যায় না। কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে নয়। তিনি আসমান জমিনের সবকিছুর খবরই জানেন। আল্লাহ বলেন— অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত।