যে সকল যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার।
(source)[https://images.app.goo.gl/MuBgbQNiJiBxs5cy9]
যেমন— কীবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি। কম্পিউটারের যন্ত্রপাতির এই অংশগুলোকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার। এদের সবাইকে স্পর্শ করা যায়। কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, সেগুলো প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাতে পারে সেই গুলোকে বলে সফটওয়্যার। সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা বলে দেয়। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম যেমন— উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭ ইত্যাদি। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ এবং সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। যখন একটা কম্পিউটার দিয়ে জটিল হিসাব নিকাশ করা হয়, তখন হিসাব নিকাশ করার সফটওয়্যার ব্যবহার | ইনপুট ডিভাইস। কারণ, পরীক্ষার খাতার তথ্যগুলো এই যন্ত্রটি