মানবতাবাদের প্রতিফলন কেবল লালন, রবীন্দ্রনাথ ও নজরুলের গানে নয়, বরং বিভিন্ন যুগের কবি-
(source)[https://images.app.goo.gl/sGPGyyiT56c1E8Ry7]
সাহিত্যিকদের লেখায়ও তা ফুটে উঠেছে। যেমন সুলতানি আমলে কবি চণ্ডীদাস লিখেছেন— সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর নাম না জানা লোককবি লিখেছেন— নানা বরণ আবদ্ধ করেছে। গাভীরে ভাই একই বরণ দুধ/জগৎ ভরসিয়া দেখি সবই একই মায়ের সূত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও লিখেছেন— মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কবি-সাহিত্যিকদের এসব লেখা মানবতাবাদ বিকশিত ও সমৃদ্ধ করেছে।
উপরের আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ঘুমালে লেখা মানবতাবাদের বিকাশে কবি-সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এমন সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, জাতি-গোত্র নাহি রবে আকবর চৌধুরীর পছন্দ কৃষি, মৎস্য চাষ ও নৌকা চালানো। অপর দিকে আনিস সাহেবের পছন্দ বিরিয়ানী, ফার্স্ট ফুড খাওয়া ও অবসর সময়ে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকা।