কত হিজরিতে কিবলা পরিবর্তিত হয়?

in iduvts •  3 years ago 

কত হিজরিতে কিবলা পরিবর্তিত হয়?
পল. কিবলা পরিবর্তনের ঘটনায় মুনাফিকদের ঠাট্টা-বিদ্রূপের সাথে বহুবিধ কারণ ছিল বর্তমান যুগের কাদের মিল আছে দেখাও?

images - 2022-05-02T032818.712.jpeg
Sorsce
ঘ. কিবলা পরিবর্তনের ঘটনায় শিক্ষকের বর্ণিত কারণগুলো সম্পর্কে তোমার মতামত কী? কুরআনের আলোকে বর্ণনা করো।

১ নং প্রশ্নের উত্তর

দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন হয়।

উদ্দীপকে বর্ণিত আয়াতটিতে কিবলা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা (মুসলিমগণ) এতদিন যে কিবলা অনুসরণ করে আসছিল, তা থেকে কীসে তাদেরকে অন্য দিকে ফিরিয়ে দিলো? তুমি বলে দাও, পূর্ব ও পশ্চিম উভয়ের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা করেন, সরল পথে পরিচালিত করেন।

কিবলা পরিবর্তনের ঘটনায় মুনাফিকদের সাথে বর্তমানে ইসলামের নামে মুখোশধারীদের মিল আছে। রসুল (স) মদিনায় হিজরত করার পর সেখানকার অধিবাসী ইহুদিদের

মনতুষ্টি ও আকৃষ্ট করার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি বায়তুল মাকসাসকে কিবলা হিসেবে গ্রহণ করেছিলেন। হিজরতের ১৬ কিংবা ১৭ মাস পরে আল্লাহ তাআলা বায়তুল্লাহর দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ দিলে মুনাফিকরা ঠাট্টা-বিদ্রূপ শুরু করে। তারা মুসলমানদেরকে কটূক্তি করে বিভিন্ন ব্যাঙ্গাত্মক কথা বলতে থাকে। তারা জানত এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। তবুও নিফাকি চরিত্রের কারণে তারা ঠাট্টা করতো।

তখনকার যুগের এ মুনাফিকদের সাথে বর্তমান যুগের একশ্রেণির লোকদের মিল খুঁজে পাওয়া যায়। বাহ্যিকভাবে মুনাফিকদের মতো মুসলিম দাবি করে তারা নামাজ আদায় করে, মাঝে মধ্যে লোক দেখানোর জন্য দান-খয়রাতও করে। কিন্তু অন্তরে তাদের ইসলামের প্রতি চরম বিদ্বেষ লুক্কায়িত । ইসলামের সঠিক কথা বললে, এদের অন্তরে আগুন ধরে যায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- assically alby Gopting; Grindefiny অর্থাৎ, কিছু লোক বাহ্যিকভাবে আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার হওয়ার দাবি করলেও বস্তুত তারা মুমিন নয়।

কিবলা পরিবর্তনের ঘটনায় শিক্ষকের বর্ণিত কারণগুলো সঠিক ছিল। রসুল (স) মদিনায় হিজরত করার পর আল্লাহর নির্দেশে মুসলমানদের জন্য বায়তুল মাদাসকে কিবলা করা হয়। রসুল (স) মদিনায় হিজরত করার পরও কিবলা বায়তুল মাকদাসের দিকে থাকে ১৬ কিংবা ১৭ মাস। এর মধ্যে রসূল (স)-এর একান্ত ইচ্ছা ছিল, তাঁর পূর্বপুরুষ হজরত ইবরাহিম (আ)-এর কিবলা তাঁরও কিবলা হোক, যা রসুল (স)-এর প্রিয় জন্মভূমি মক্কায় অবস্থিত।

এটি প্রশ্নব্যাংক # ১১টি নিজেকে যাচাই করি

মূলত নমুনা প্রশ্নগুলো প্র্যাকটিসের আগে উত্তর কেমন হতে পারে তা ভালো। পরে তোমার ভাবনার সাথে উত্তর মিশিয়ে নাও।

2

১০ম বেলা পথে এশার নামাজের সময় হলে কয়েকজন মুসল্লিসহ সে ইমাম হয়ে পরে ডেকে নামাজে দাঁড়ায়। এক রাকাত শেষ হওয়ার পর লঞ্চ দিক পরিবর্তন করে, ফলে কিবলা ঘুরে যায়। কিন্তু সে সেভাবে থেকেই নামাজ শেষ করে নামাজ শেষে এক মুরব্বি বললেন, ইমাম সাহেব। নামাজ হয়নি। আবার নামাজ পড়তে হবে।

ক. কিবা কত প্রকার?

Kangasclass 365 -এর ব্যাখ্যা লেখো। গ. আবু তাহেরের নামাজের হুকুম ইসলামি শরিয়তের দলিলের

আলোকে বর্ণনা করো। তুমি কি মুরব্বির বক্তব্যের সাথে একমত তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো

কিবলা দু'প্রকার।

২ নং প্রশ্নের উত্তর

প্রশ্নোল্লিখিত আয়াতাংশে কিবলা পরিবর্তনকালীন মহানবি (স)-এর প্রবল মনোকাঙ্ক্ষার বিষয়টি আলোচিত হয়েছে। আল্লাহ তাআলার বাণীengadginalissasis)

ইসলামের প্রথমাবস্যায় ইহুদিদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার প্রচেষ্টা হিসেবে তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ বায়তুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ দেন। এভাবে মাতিজীবন অতিবাহিত | হওয়ার পর নবি (স) মদিনায় হিজরত করেন। কিন্তু রসুল (স)-এর একান্ত মনোবাসনা ছিল তাঁর পূর্বপুরুষ হজরত ইবরাহিম (আ)-এর কিবলার দিকে সম্মুখ করে নামাজ আদায় করার। এজন্য তিনি আল্লাহর নির্দেশের আশায় বারবার আকাশের দিকে তাকাতে থাকেন। এভাবে ১৬-১৭ মাস অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ্ তায়ালা অত্র আয়াতটি নাজিল করে তাঁর প্রিয় হাবিবকে কিবলা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!