আলোচ্য আয়াতে মহান আল্লাহ্ বনি ইসরাইলের একটি কুকর্মের কথা উপস্থাপন করেছেন । আয়াতে আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলকে আমি শহরে প্রবেশের সময় L তথ্য ক্ষমা চাই' বলতে আদেশ করেছিলাম। কেননা, এটা এমন এক শব্দ যার দ্বারা তাওবা বুঝায়। কিন্তু তারা তা পাল্টে ফেলে তৎপরিবর্তে fate (গম চাই) বলল। সুতরাং আমি উক্ত জালিমদের প্রতি আমার নির্দেশের বিপরীত করার কারণে আকাশ হতে শাস্তি অবতীর্ণ করলাম। পরিণামে তাদের ওপর নেমে আসে দুর্যোগের ঘনঘটা।
বনি ইসরাইল ৪০ বছর যাবৎ ভিন্ন প্রান্তরে নির্বাসিত জীবনযাপন করেছিল । এবং সেখানে আল্লাহর বিশেষ নিয়ামত ভোগ করেছিল। আল্লাহ তাদেরকে পূর্বাবস্থান জেরুজালেম গিয়ে আমালিকা সম্প্রদায়ের কবল থেকে তা পুনরুদ্ধারের আদেশ দিলেন এবং বললেন, শহরে প্রবেশের সময় নতমস্তকে ২৫, অর্থাৎ কৃত অপরাধের ক্ষমা চাই বলে প্রবেশ করতে | হবে। কিন্তু তারা এর সে অর্থাৎ 'গম চাই' বলল। এ
বেয়াদবি করার কারণে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়।
উদ্দীপকে মুহসিন ভান্ডারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ও স্যালাইন না খেয়ে তার পরিবর্তে নিজের ইচ্ছামতো অন্য ঔষধ সেবন করে আরো মারাত্মক অসুখে আক্রান্ত হয়। অনুরূপভাবে, বনি ইসরাইল ফিলিস্তিনে প্রবেশের সময় আল্লাহর আদেশ 14p না বলে Late (গম চাই) বলল। তাদের এ বেয়াদবির কারণে তাদের ওপর আসমানি গজব নাজিল হয়েছিল। তাদেরকে প্লেগ রোগ আক্রান্ত করল। ডাক্তারের কথা না শোনায় যেমন মুহসিন সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ
৫টি প্রশ্নব্যাংক = ১১টি নিজেকে যাচাই করি।
এ প্রশ্নগুলো মূলত নমুনা প্রশ্ন। প্রশ্নগুলো প্র্যাকটিসের আগে উত্তর কেমন হতে পারে তা ভাবো। পরে তোমার ভাবনার সাথে উত্তর মিলিয়ে নাও।
বেয়াদবির কারণে মুহসিন মারাত্মক সমস্যায় পতিত হয়েছে, মন্তব্যটি
সম্পূর্ণ সঠিক ও যথার্থ।
| বনি ইসরাইল ৪০ বছর যাবৎ তিহ প্রান্তরে নির্বাসিত জীবনযাপন করেছিল এবং সেখানে আল্লাহর বিশেষ নিয়ামত ভোগ করেছিল। আল্লাহ তাদেরকে তাদের পূর্ব অবস্থান জেরুজালেম গিয়ে আমালিকা সম্প্রদায়ের কবল থেকে তা পুনরুদ্ধারের আদেশ দিলেন এবং বললেন, শহরে প্রবেশের আয়াতের মাঝে কী ছিল সময় নতমস্তকে 14. অর্থাৎ, কৃত অপরাধের ক্ষমা চাই' বলে প্রবেশ করতে এ
হবে। কিন্তু তারা 15 এর Eেkt অর্থাৎ গম চাই বলল। বেয়াদবি করার কারণে তাদের প্রতি আল্লাহর গযব নাজিল হয়।
নিরিখে মূল্যায়ন করলে দেখা যায়, মন্তব্যটি সম্পূর্ণ সঠিক ও যথার্থ। যথাযথ কর্তৃপক্ষের কথা অমান্য করা মন্তবড় বেয়াদবি। যেমনটা ঘটেছিল বনি ইসরাইলের জীবনে। তাদের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন
الشارينة الواي فشفون
পরিশেষে বলা যায়, ভাক্তারের কথা না মানার কারণে মুহসিন মারাত্মক
সমস্যায় পতিত হয়েছে, কথাটি বাস্তবসম্মত।
মুহসিনের বাবা উক্ত ঘটনা ও আয়াতের মাঝে আদেশ অমান্য করার ও প্রশ্ন ২ একদা জুমার দিনে জাবেদ মিয়া বললেন, হুজুর, আমার হৃদয় বড় কঠিন। খতিব সাহেব বললেন, মানুষের অন্তর তার সকল গুণের আধার। ব্যক্তি কোমল না কঠোর তা বুঝা যায় তার অন্তর দেখে। যারা ওয়াদা খেলাফ করে, মানুষকে ধোঁকা দেয়, জুলুম করে, তাদের হৃদয় তাদের অর্পিত পাপের কারণে পাথরের মতো কঠিন বা তার চেয়ে বেশি কঠিন হয়ে যায়। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করলেন
নির্দেশ পরিবর্তনের মিল খুঁজে পেয়েছেন।