পবিত্র আল-কুরআনের ১০৪ তম সূরা হলো সূরা আল-হুমাযাহ যার আয়াত মনে সংখ্যা ৯টি। এটি পবিত্র মক্কা শরিফে অবতীর্ণ হয়। যা উল্লিখিত হকেও
Sorsce
৪ নির্দেশ করা হয়েছে। ছকে দেখা যায় একটি সূরা সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। আর এ তথ্যগুলো সূরা আল-হুমাযাহর সাথেই সামঞ্জস্যপূর্ণ। সূরা আল-হুমাযার দুটি অংশ রয়েছে। যেখানে প্রথম তিনটি আয়াত নিয়ে প্রথম অংশ গঠিত। প্রথম অংশে জঘন্য তিনটি গুনাহের পরিচয় তুলে ধরা হয়েছে। সেগুলো হলো- ১. গিবত তথা পশ্চাতে কারো নিন্দা করা, ২. পরনিন্দা তথা সামনাসামনি নিন্দা করা ও ৩. অর্থলিপ্সা তথা ধন-সম্পদ জমা করা ও বারবার তা গণনা করা এবং এই ধারণা করা যে, এসব ধন-সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। উল্লিখিত গুনাহর সবগুলোই অত্যন্ত গর্হিত কাজ। তাই আমাদের উচিত এমন ধরনের জঘন্য গর্হিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা।