যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে।
(source)[https://images.app.goo.gl/9BtPD6R2o6vgj8Gt6]
সাসপেনশন জাতীয় ৪ ঔষধের বোতল রেখে দিলে বোতলের নিচে তলানী পড়ে সাসপেনশনের কথাগুলোর আকার ১ মাইক্রোমিটার বা তার বেশি হয়। তাই কণাগুলো দ্রুত তলানি না পড়লেও অনেকক্ষণ পরে তলানি পড়ে। উদ্দীপকের 'চিত্রের প্রবণ হলো চিনির দ্রবণ। এক্ষেত্রে পানির
উত্তপ্ত করতে হবে। নিয়ম অনুযায়ী তাপ দিয়ে উক্ত দ্রবণের আয়তন প্রায় অর্ধেক করতে হবে। ঠাণ্ডা হওয়ার পরে বিকারের গায়ে ফ্রুক্টোজ বা চিনির দানা জমা হতে শুরু হবে। এই দানাযুক্ত চিনিই চিনির স্ফটিক। চিনির এই স্ফটিক তৈরির পদ্ধতিকে বলা হয় স্ফটিকীকরণ। অনেক সময় চিনির পানি হতে স্ফটিক পাওয়ার জন্য এতে কিছু মিছরির দ্রুত চিনির স্ফটিক জমা হতে থাকে।
যা উদ্দীপকের সাহায্যে সমস্তত্ব মিশ্রণ তৈরি করে। নিচে ব্যাখ্যা করা । দানা বাইরে থেকে যোগ করতে হয়। এতে যোগকৃত মিছরিকে ঘিরে
সে নিজেও একদিন একটি কাঁচের গ্লাসে ময়দা ও পানি মিশিয়ে মায়ের