সহযোগিতা সংস্থা

in iduvts •  2 years ago 

সহযোগিতা সংস্থা হলেও তাদের মধ্যে ভিন্নতা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে সার্কের তুলনামূলক আলোচনা করলে দেখা যায়,

0134060.jpg
(source)[https://images.app.goo.gl/VnAWHVCjVypj9gvBA]
পশ্চিম ইউরোপের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের প্রায় সব দেশই এর সদস্য। ইইউ এর নিজস্ব মুদ্রা রয়েছে, যার নাম “ইউরো। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অবস্থিত। অন্যদিকে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। বাংলাদেশের উদ্যোগে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। বাংলাদেশ ছাড়া সার্কের অন্যান্য সদস্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান,

সৃজনশীলসদস্য। সংগঠনটির মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা। তবে এটি সদস্য দেশগুলোর সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নেও কাজ করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!