সংবাদপত্রের প্রকার

in iduvts •  2 years ago 

সংবাদপত্রের প্রকার : সংবাদপত্র নানা প্রকারের হতে পারে। যেমন— দৈনিক, সাপ্তাহিক, অর্ধ-সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি। আমাদের দেশের পত্রপত্রিকাগুলোর মধ্যে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তর, দৈনিক সংগ্রাম, দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক আল ইহসান, দৈনিক মানবজমিন, দৈনিক সংবাদ, দৈনিক দিনকাল, দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক পূর্ণিমা, সাপ্তাহিক সোনার বাংলা, সাপ্তাহিক রোববার, সাপ্তাহিক যায় যায় দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয়, পাক্ষিক স্বাগতম, অন্যদিন, মাসিক আল বাইয়্যিনাত, মাসিক আগমন, মাসিক ছুটির দিন, মাসিক চাঁদনী, মাসিক আলোছায়া ত্রৈমাসিক নতুন দিগন্ত, সাঁকো প্রভৃতি উল্লেখযোগ্য।

download - 2022-03-25T223845.525.jpeg
Sorsce
সংবাদ সংগ্রহের মাধ্যম : সংবাদপত্রের সমৃদ্ধি ও বিকাশের সঙ্গে সংবাদ সংগ্রহের সম্পর্ক বিদ্যমান। সংবাদ সংগ্রহের জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। বাসস' বাংলাদেশের সংবাদ সংগ্রহের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তারা তাদের প্রতিনিধির মাধ্যমে দেশ বিদেশের নানা জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে। সংবাদ সংগ্রহ করে টেলিপ্রিন্টার ও আধুনিক কম্পিউটার যন্ত্রের সাহায্যে তা খুব সহজে অল্প সময়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। এসব সংবাদ বাছাই করে পরিবেশন করা হয় সংবাদপত্রের মাধ্যমে। এ ধরনের সংবাদ সরবরাহকারীদের মধ্যে 'রয়টার' একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। অন্যদিকে প্রত্যেক সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা থাকে। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ করে পাঠায় এবং তা সংবাদপত্রে প্রকাশিত হয়। এসব সংবাদ সংগ্রহের ফলে সমগ্র বিশ্বে কোথায় কী ঘটছে তার খবর খুব সহজে সকল পত্রিকার অফিসে পৌঁছে যায়। পরের দিন আমরা ঘরে বসে সেসব খবর জানতে পারি সংবাদপত্রের মাধ্যমে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!