ঔষুধী গাছ আমাদের অনেক কার্যকারিতায় দরকার হয় ৷ এই গুলা গাছের অনেক গুন থাকে যা খুবই উপকারিতা ৷ খুব সভজেই আমাদের রোগ নিরাময় করতে পারে ৷ ঔষুধের গাছগুলো বড় বড় জংগলে পাওয়া যায় ৷ সব জায় গায় কিন্তু পাওয়া যায় না ৷ সাধারনত এগুলাকে আমরা ভেজস উদ্ভিদ বলি এদের অনেক গুন আছে অল্পতেই রোগ নিরাময় হয় ৷ ভেজস উদ্ভিদ সংগ্রহ করে এগুলা কে ভালো করে বেটে পান করতে হয় ৷ আবার কখনও কিছু কিছু ভেজস উদ্ভিদ পা ভাংগা ঠিক করতে সাহায্য করে ৷ এই ভেজস উদ্ভিদ গুলো অনেক কষ্ট করে খুজে খুজে মেনাজ করতে হয় ৷
যে কোন ধরনের ভেজস ঔষুধধারী উদ্ভিদ এর ধারনহ্মমতা ও গুন অনেক বেশি ৷ এই ভেজস উদ্ভিদ যে কোন ধরনের রোগ বিলাই নিরাময় করতে পারে ৷ সব রোগেরই ভেজস উদ্ভিদ গাছ আছে ৷ অনেক সময় দেখা যায় আমরা কোন জংগল বা ঝাড় পরিষ্কার করতে গিয়ে না জেনে আমরা গাছগুলা কে নষ্ট করে ফেলি ৷ আমাদের বুঝতে হবে জানতে হবে এগুলাই আমাদের কাছের বন্ধু ৷ বাড়ির পাশে এগুলা থাকা ভালো কারন যে কোন সমস্যা সম্মুখিন হলে খুব সহজেই এগুলা জোগাড় করতে পারবো ৷ ফলে আমাদের খুব সহজেই রোগ বিলাই নিরাময় করতে পারবো ৷
Hi @biplobpk.. I see herbs and medicinal plants as one of the wonders of nature. I found this educational.
Thank you bro 🙏