মুক্তিযোদ্ধা আমিন

in iduvts •  3 years ago 

ফারুক তাঁকে উঠিয়ে পরিচয় লিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাঁকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে আসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

AAAAAAAAAAAAAAAA-BG20180129170419.jpg
(source)[https://images.app.goo.gl/uS4GfLMY1nPcwLB99]
মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বখশিশ দিতে চাইলে ফাক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বাণিশ বলে জানায়।
সাধুর মায়ের নাম ?
আর এখন কিছু করতে না পারলে অসোয়ামি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিনের সঙ্গে তোলপাড়' গল্পের মিসেস রহমানের সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো, ফারুকের ভূমিকা তোলপাড়' গল্পের সানুর 8

ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ১ নম্বর প্রশ্নের উত্তর

সাবুর মায়ের নাম জৈতুন বিবি।

আগে ফায় ফরমাশ খাটতে বিরক্ত লাগলেও যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অসোয়ান্তি হয় সাবুর।

শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে। মানুষগুলোর এ পরিস্থিতি দেখে সানুর মনে তাদেরকে সাহায্য-সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয়। আলোচ্য উজিতে

সাবুর মানসিক অবস্থাকেই নির্দেশ করা হয়েছে। বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির দিক দিয়ে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও ‘তোলপাড়' গল্পের মিসেস রহমান দুজনের সাদৃশ্য

করা যায়। ‘তোলপাড়’ গাছে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। পরে শহরে পাকিস্তানিদের আক্রমণের শিকার হয়ে সাধারণ

একজন। তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সানুর কাছে সাহায্য পান উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন একজন বয়স্ক মানুষ, যার সাথে মূল পরের মিসেস রহমানের বেশকিছু মিল রয়েছে। মুক্তিযোদ্ধা আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্যসেবা দিয়েছে। সেজন্যে তাকে আমিন সাহেব কিছু বখশিশ দিতে চাইলে ফারুক তা দেয়নি। “তোলপাড় পরেও মিসেস রহমানের বখশিশ না নিয়ে তাঁর পাশে এসে সাধু সাহায্যের হাত বাড়িয়েছে। সুতরাং উভয় চরিত্রের মধ্যেই সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতাবোধ বিদ্যমান। এদিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Peace
Thank you for sharing such great content!
We are happy you posted in #blurtconnectBlurt to the moon 🌕You can delegate any amount of Blurt power to @blurtconnect-ng
This post has been upvoted manually by @oadissinblurtconnect.gifPlease help support this curation account.

Also, keep in touch with Blurtconnect-ng family on Telegram and Whatsapp


Posted from https://blurt.one