নৈতিকতা বলতে নীতির অনুশীলনকে বোঝায়। নীতি অর্থ নিয়ম বা আদর্শ।
(Source)[https://images.app.goo.gl/r4Pv5fNEai85sFD57]
নৈতিকতা হলো ন্যায়পরায়ণতার সাথে নিয়ম। মেনে চলার বোধ। প্রত্যেকটি কাজ সম্পাদন করার একটি কাঙ্ক্ষিত বিধি বা নীতি থাকে। আদর্শ জীবন পরিচালনার জন্য সেই নীতি মেনে চলতে হয়। এভাবেই নৈতিকতার অনুশীলন করা যায়।
আখিরাত অর্থ পরকাল।
রিসালাতের দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় রাসুল। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি বা সংবাদ বহন। ইসলামি আকিদায় তাওহিদের পরই রিসালাতের স্থান। আল্লাহ তায়ালা নবি-রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যেমন- মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ও ন্যায়ের পথে চালানো, সত্য দীন প্রচার করা ইত্যাদি। রাসুলদের এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। মামার কাছে মেজবাহর প্রশ্নটি আকাইদের অন্যতম বিষয় তাওহিদের
সাথে সাদৃশ্যপূর্ণ।
মাহমুদা তাওহিদের প্রতি ইঙ্গিত করেছে। তাওহিদ অর্থ একত্ববাদ। আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সভা হিসেবে