বহির্বিশ্বের সাথে আমাদের ব্যবসায়-বাণিজ্যের প্রধান সংযোগপথ এই সাগর দিয়েই হয়।
(source)[https://images.app.goo.gl/KT8wXW6VDf6tAMgv7]
এতে রয়েছে প্রচুর মৎস্যসম্পদ। প্রায় পাঁচশ প্রজাতির মাছ রয়েছে এ সাগরে। এর মধ্যে রূপচাঁদা, ইলিশ, ছুরি, লইট্যা, ফাইস্যা, পোয়া, দেশের চাহিদা মিটিয়ে এসব মাছ রপ্তানি করা হয়। তাছাড়া এর তলদেশে কোরাল প্রভৃতি উল্লেখযোগ্য। শুধু দশ রকমের চিড়িই রয়েছে এ সাগরে। রয়েছে বিপুল গ্যাস সম্পদ। এ সাগরের পানি থেকে লবণ উৎপাদন হয়। সাগরের শঙ্খ, শামুক, ঝিনুক সংগ্রহ করে অনেকেই জীবিকা নির্বাহ করে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের প্রধান পর্যটনকেন্দ্র।