রুমার মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখা যাবে যে, কিছু ময়দার কথা প্লাসের তলায় জমা হচ্ছে এবং কিছু ভাসমান অবস্থায়ই থাকছে। এতে মিশ্রণটিকে হালকা ঘোলাটে দেখাচ্ছে। মিশ্রণটি রেখে দিলে ময়দা ও পানি তথা মিশ্রণের উপাদানসমূহ কিছুটা আলাদা হয়ে যাবে। কিন্তু এই তলানিকে সহজে মিশ্রণ থেকে আলাদা করা যাবে না। কারণ সাসপেনসনের কণাগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায় যা দেখে মিশ্রণটিকে সহজে অসমস্বত্ব বলে চিহ্নিত করা গেলেও সহজে পৃথক করা যায় না।
এ প্রশ্নগুলো তোমাকে অধিক অনুশীলনে সহায়তা করবে। প্রশ্নগুলোর উত্তর তুমি Bratory নিজে নিজেই করবে। তবে সুপার টিপস দেখে নিলে উত্তর করতে সহজ হবে।