দক্ষিণ এশিয়ার সার্ক সংস্থাটির কথা বলা হয়েছে। সার্কের সাথে বাংলাদেশের নিবিড় সম্পর্ক বিদ্যমান।
(source)[https://images.app.goo.gl/5hMua7G45BHXXPJr7]
যে উক্ত সংস্থা তথা ইউরোপীয় ইউনিয়ন এবং সার্ক উভয়ই আঞ্চলিক বাংলাদেশের উদ্যোগেই সার্ক গঠিত হয়। সার্কের উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ সার্কের বিভিন্ন কাজে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্কের সদস্য হিসেবে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ভারসাম্য রক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরাজমান সংকট সমাধানে বাংলাদেশ অবিরাম চেষ্টা করছে। সদস্য দেশগুলোতে মানবপাচাররোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন, রোগ-ব্যাধি, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবন্দ্ব। এসব ক্ষেত্রে একে অপরের সহযোগিতার জন্য নানা ধরনের যৌথ কর্মসূচি নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে সার্কের অগ্রযাত্রায় বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে