(আলে ইমরান: ১৫৪)।
রিসালাত অর্থ- বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন।
(source)[https://images.app.goo.gl/ABpAg2Km4B5aWSra8]
রাসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তায়ালা নবি রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যেমন: মানুষকে আল্লাহ তায়ালার দিকে আহ্বান করা, সত্য দীন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলার তাগিদ দেওয়া, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসুলগণের এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। উদ্দীপকের একরাম মনে করে মানুষ যেহেতু বিবেক-বুদ্ধিসম্পন্ন তাই নবি-রাসুলের প্রয়োজন নেই। অথচ তাঁরাই মানুষের কাছে আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরেছেন। তারা আল্লাহ পাকের আদেশ-নিষেধ মেনে চলতে মানুষকে হাতে-কলমে শিক্ষা দিতেন। কিন্তু একরাম নবি রাসুলের প্রয়োজনীয়তাকে অস্বীকার করে। সুতরাং বলা যায় সে