পড়তে পারত কোল ব্রাহ্মণ ঘরের ছেলেরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো, যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ সহজ হয়। টোপের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ।
সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন। সুলতানি আমল থেকে মোঘল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। যুগ-১ এ বলা হয়েছে, এ যুগে বখতিয়ার খলজি বাংলায় মুসলিম
বারো-তেরো শতকে গড়ে ওঠা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো শাসনের সূত্রপাত করেন। যেহেতু মুসলমানদের শাসন ক্ষমতা লাভের অষ্টম শতকে বাংলায়, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে অনেক বড় বড় নৌদ্ধ বিহার গড়ে উঠেছিল।
(source)[https://images.app.goo.gl/wf8mgo6Swf9PE1tv9]
এসব বিহারে শুধু ধর্মীয় বই নয়; চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ ও জ্যোতিষশাস্ত্রসহ নানা বিষয়ে পড়ানো হতো।।
মধ্যযুগতেই নির্দেশ করে। "পর থেকে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়, সেহেতু বলা যায়, যুগ যুগ-২ অর্থাৎ আধুনিক যুগ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য