তাওহিদ অর্থ একত্ববাদ। আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা
(source)[https://images.app.goo.gl/sKhwmDGVNmEz7uXr8]
একত্ববাদ বলা হয়। আল্লাহ্ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও সবকিছুর মালিক। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। অর্থাৎ তিনিই হলেন একমাত্র ইলাহ বা উপাস্য । আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাসই হলো তাওহিদ।
যৌক্তিক। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সভা হিসেবে যেমন একক তেমনি গুণাবলিতেও তুলনাহীন। মহান আল্লাহর কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন। আবার কেউই তাঁর সন্তান নয়। আল্লাহ সব গুণের আধার। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। উদ্দীপকের মেজবাহর মামার কথায় এ বিষয়টির প্রতিই ইঙ্গিত করা হয়েছে। মেজবাহ মামার সাথে সুন্দরবনে বেড়াতে গিয়ে গাছগাছালি ও
8
করেছে। মাহমুদার কথায় তথা তাওহিদে বিশ্বাস স্থাপন ও শাহিদার কথা অর্থাৎ নবি-রাসুলদের অনুসরণ সত্যিই মানবকল্যাণ নিশ্চিত করতে পারে। তাওহিদ অর্থ একত্ববাদ। আল্লাহ্ তায়ালা এক ও অদ্বিতীয় এ বিশ্বাসকেই বলা হয় তাওহিদে বিশ্বাস। ইমান ও ইসলামের মূলভিত্তি হলো তাওহিদ। নবি-রাসুলগণ মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন। তাওহিদে বিশ্বাসের সমুদ্রতীরেরপৃথিবীর অধিকাংশ জ্বালানি তেল সৌদি আরব, ইরান, ইরান্ত, আরব আমিরাত ও কুয়েতে উত্তোলিত হয়। সারাবিশ্ব এ অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। সাগর, মহাসাগর ও নদ-নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে ব্যবসায়-বাণিজ্য গড়ে তোলে।