নিটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

in iduvts •  2 years ago 

তোমাকে অধিক অনুশীলনে সহায়তা করবে। প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে নিজেই করবে।

বিন্দুবাসিনী-সরকারি-বালক-উচ্চ-বিদ্যালয়-780x470.png
(source)[https://images.app.goo.gl/jLYV22tAZoGiYLmB7]
তবে সুপার টিপস্ দেখে নিলে উত্তর করতে সহস্র হবে। সংস্কৃতির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন— ১. সংস্কৃতি শিখতে হয়, ২. সংস্কৃতি পরিবর্তনশীল, ৩. সংস্কৃতি বিনিময় যোগ্য, -পাতা, হাতি-ঘোড়া ও নানা রকম দৃশ্যের সাহায্যে নকশি কাঁথা সেলাই করছে। এতে তার মনের চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে। পাঠ-২ নিটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
গতিশীল প্রভৃতি। সুপার টিপসঃ প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তরটি জানা থাকতে
সংস্কৃতির বস্তুগত উপাদানের ধারণা ব্যাখ্যা“সংস্কৃতির বস্তুগত উপাদানের মধ্যেই অবস্তুগত উপাদানের পরিচয়
নকশি কাঁথা সংস্কৃতির কোন উপাদানকে নির্
মঘ, সংস্কৃতির উত্ত উপাদানের মধ্য দিয়েই অন্য উপাদানটির পরিচয় কীভাবে ফুটে উঠে? উদ্দীপকের আলোকে বিশ্লে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা আমতলী ও তালতলী এলাকা ভৌগোলিক কারণেই জেলে অধ্যুষিত। এসব মানুষে মানুষে জীবিকার প্রধান উৎস বঙ্গোপসাগর ও স্থানীয় নদ-নদীতে ইলিশসহ এলাকায় অন্তত ৪০ হাজার জেলে পরিবারের বসবাস। এদের জীবন | অন্যান্য মাছ শিকার। পাশাপাশি এরা মাঝি কিংবা নৌকা তৈরি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!