আপনাদের সাথে একটা মেয়ের প্রেগনেন্সি নিয়ে কথা বলবো।

in humanity •  2 years ago 

বিসমিল্লাহির রহমানের রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আপনাদের সাথে একটা মেয়ের প্রেগনেন্সি নিয়ে কথা বলবো।

1650871275894.jpg

একটা মেয়ে যখন প্রেগন্যান্ট হয় কখন থেকে শুরু হয় তার কষ্ট একটা মেয়ের প্রেগনেন্সির সময় এর স্মৃতি সে কখনো লাইফে ভুলে যায় না সেটা হোক সুখের সেটা খুব দুঃখের আপনারা হয়তোবা হরহামেশা অনেকেই দেখে থাকবেন একটা মেয়ে যখন প্রেগন্যান্ট হয় তখন প্রথম প্রথম তার অনেক সমস্যা হয় যেমন সে ঠিকমত খেতে পারেনা তার বমি হয় মাথা ঘুরায় 5 থেকে চার থেকে পাঁচ মাসের মত এরকম হয় এরপর আস্তে আস্তে একটু ঠিক হয় কিন্তু যখনই দিন যেতে থাকে তখনই সমস্যা আরো বাড়তে থাকে কোথাও যদি যেতে হয় রিকশায় করে কিংবা বাসে কিংবা সিএনজিতে করে যেতে হলে তা ঠিকমতো বুঝতে পারেনা তাদের সমস্যা হয় তারা রিক্সায় উঠতে পারেনা তাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়।
অনেক সময় প্রেগনেন্সির সময় দেখা যায় কোন একটা জিনিস খেতে ইচ্ছে করে অনেক বেশি খেতে ইচ্ছে করে কিন্তু সেই জিনিসটা এনে দেওয়ার মত সময় কারো কাছে নাই কোন একটা খাবার বানিয়ে খেতে ইচ্ছে করে কিন্তু সে খাবারটা বানিয়ে খাওয়ানোর মতো সময় নাই তার হাজবেন্ড যে ওই সময় তাকে একটু সময় দেবে সেই সময়টাতে হাজবেন্ডের থাকেনা ডাক্তারের যাওয়ার জন্য তার হাসবেন্ড এর কাছে সময় চাইতে হয় অনেক সময় সেই সময়টা অনেক দিন পর মিলে সময় মিলেনা একা একাই ডাক্তারের কাছে যেতে হয় এই ধরনের আরো অনেক সমস্যা রয়েছে প্রেগনেন্সির সময় মেয়েদের নানা ধরনের সমস্যা দেখা দেয় এই সময় তার সাথে কে কখন কি আচরণ করেছে কে কখন তার সাথে ভাল আচরন করেছে কে তাকে কতটা সময় দিয়েছে এই কথাগুলো না মেয়েরা খুব মনে আঘাত পায় এবং সে কথা গুলো সারাটা জীবন মনে রাখে।
কারণ ওই সময়টা তার এমনিতেই অনেক কষ্টের কিন্তু তার ওপরে যেতে তার পাশে থাকা মানুষগুলো তাকে একটু উৎসাহ দিত তাকে একটু সময় দিত সে কি খেতে চাচ্ছে সে খাবারটা যদি একটু বানিয়ে খাওয়া তো তাহলে হয়তোবা মেয়েটা একটু ভালো থাকতে পারবো একজন মা হওয়া অত সহজ নয় আমার একজন মা তার সবকিছু ত্যাগ করে কিন্তু একটা সন্তানের পৃথিবীতে জন্ম দেয় প্রেগনেন্সি সময়টা আসলেই অনেক খারাপ একটা সময় তার পরেও আল্লাহ তায়ালা মেয়েদেরকে শক্তি দিয়েছে ওই সময় যে যেমন ব্যবহার করুক না কেন তারা সবকিছু মুখ বুঝে সহ্য করেও সন্তানের মুখের দিকে তাকিয়ে এ পৃথিবীতে সন্তানকে নিয়ে আসে এটা কেবল একজন মাই পারে আসুন আমরা সবাই মাকে ভালোবাসে আমাদের মা আমার কাছে সবচাইতে দামি একটা জিনিস আপনি পৃথিবীতে একটা জিনিস এর বিকল্প একটা জিনিস পাবেন কিন্তু মাকে হারালে কখনো পাবেন না সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিবা আবারও নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহাফেজ আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!