The story of aunt visiting home/খালা বাড়ি বেড়াতে আসার গল্প

in helloblurt •  2 years ago 

Bismillahir Rahmanir Rahim

Assalamualaikum wa Rahmatullahi wa Barakatuhu.
Hello friends how are you all hope all are well by the grace of great creator.
Alhamdulillah I too am well with your prayers and the mercy of God.

IMG_20230627_193011.jpg

Friends today I will share with you tomorrow I am coming to my aunt house so I will share with you.

Friends, my home is Subidkhali and my aunt's home is Barisal. It takes about 2 hours to reach Barisal from Subidkhali. Friends, I am not ready for my aunt to come home tomorrow afternoon.

IMG_20230627_180005.jpg

First we have to go to Subidkhali market. From there I bought a bus ticket with my elder brother. First a bus came, I didn't get a seat in that bus, so I waited for the next bus to come. After waiting for 30 minutes the bus came later I got up and sat in the bus.

IMG_20230627_193019.jpg

The bus leaves after 20 minutes. After that I opened the window and went to Bakerganj within 20 minutes to enjoy the beauty outside. Then the Bakerganj bus stops for it in 10 minutes. I got down to Bakerganj and drank a sprit and got back on the bus.

IMG_20230627_193013.jpg

After sitting in the bus, the bamboo leaves too, then again I sit next to the window to see the beauty outside, Rupatali comes down. After going to Rupatali I stopped for a while at a sin because I felt a little sick after sitting in the bus for a long time.

IMG_20230627_175950.jpg

Standing there for about five minutes, I got into an auto for my parents. But it took me a long time to come to Natullabad due to many reasons. It was supposed to take 10 minutes, I sat there for 30 minutes and came to Natulla.

IMG_20230627_193134.jpg

The reason for the traffic jam is that during Eid, there is a little traffic jam on the road. Then from Natullabad I came in front of Fazilatunnecha Mahila Madrasa by a riska.

IMG_20230627_185455.jpg

Hey, my aunt's house is in front of Fazilatunnecha Mahila Madrasah. When I got home I called my aunt then my cousin came downstairs then I went upstairs and freshened up. Thus yesterday I came to my aunt's house.

IMG_20230627_185503.jpg

And people like me like to visit and visit people's houses. This is my favorite.
Friends, that's it for today, I hope you all like this post.

(Allah Hafez)

PicsArt_06-20-05.37.29.gif

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কালকে আমি আমার খালা বাড়িতে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20230627_193423.jpg

বন্ধুরা আমার বাসা সুবিদখালী আর আমার খালা বাড়ি হলো বরিশাল । সুবিদখালী থেকে বরিশাল এ আসতে সময় লাগে ২ ঘন্টা এর মত । বন্ধুরা আমি কাল বিকাল বেলা আমার খালা বাড়ি আসার প্রস্তুতি নেই। প্রথমে আমাদের সুবিদখালী বাজারে উঠতে হয়।

IMG_20230627_175943.jpg

সেখান থেকে আমার এক বড় ভাই কে নিয়ে আমি বাসের টিকিট কাটি। প্রথমে একটা বাস আসে সেই বাসে আমি সিট না পাওয়ায় পরের বাস আসার অপেক্ষা করি। ৩০ মিনিট অপেক্ষা করার পরে পরে বাসটি আসে তারপরে আমি উঠে বাসে বসি।

IMG_20230627_193322.jpg

২০ মিনিট পরে বাস টি ছাড়ে। তার পরে আমি জানালা খুলে বাহিরে সৌন্দর্য উপভোগ করতে করতে বাকেরগঞ্জ চলে আসি 20 মিনিটের ভেতরে। তারপরে বাকেরগঞ্জ বাসটি ১০ মিনিটে এর জন্য দাঁড়ায়। আমি বাকেরগঞ্জ নেমে একটি স্প্রিট খেয়ে দেয়ে আবার বাসে গিয়ে বসি।

IMG_20230627_193129.jpg

বাসে বসার পর বাঁস টিও ছেড়ে দেয় তারপর আবার আমি জানালার পাশে বসে বসে বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে রুপাতলী এসে নামি। রুপাতলী যাবার পরে একটি পাপের ওখানে আমি কিছুক্ষণ দাঁড়াই কারণ বাসে অনেকক্ষণ বসে থাকার পরে আমার একটু শরীর খারাপ হয়।

IMG_20230627_180005.jpg

ওখানে পাঁচ মিনিটে মত দাঁড়িয়ে আমি নতুল বাবাদের উদ্দেশ্যে একটি অটোতে উঠে পড়ি। কিন্তু নতুল্লাবাদ আসতে আসতে আমার অনেক যাজযট কারণে অনেক সময় লেগে যায়। সেখানে দশ মিনিট লাগার কথা সেখানে ৩০ মিনিট বসে আমি নতুল্লা আসি।

IMG_20230627_175950.jpg

যানজট হওয়ার কারণ হলো ঈদের সময় তাই একটু যানজট থাকে রাস্তায়। তারপর নতুল্লাবাদ থেকে আমি একটি রিস্কা দিয়ে ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার সামনে আসি।

IMG_20230627_185459.jpg

আরে ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার সামনে আমার খালার বাসা। বাসা দেশে এসে আমি আমার খালারে ফোন দেই তারপর আমার খালতো ভাই নিচে নামে তারপর আমি উপরে উঠি তারপর একটু ফ্রেশ হই। এইভাবে কালকে আমি আমার খালার বাসায় এসেছি।

IMG_20230627_140518.jpg

আর আমার মতো কার কার মানুষের বাসায় বেড়াইতে এবং ঘুরতে ভালো লাগে। এই টা আমার অনেক পছন্দের।
বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে।

(আল্লাহ হাফেজ)

f44e26d6e1e59649ebaa9d5896f5a978bab83139.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!