আজকে আমি কী কী করলাম /// What did I do today?

in helloblurt •  2 years ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আশা করি আপনারা সবাই আমার পোস্টটি উপভোগ করবেন এবং আমার জন্য ভালো করার জন্য দোয়া করবেন।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে সারাদিন আমি কী কী করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ‌।

সকাল বেলা

আজকে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অজু করে ফজরের নামাজ পড়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম । আজকে সকালে কারেন্ট ছিল না তাই আজকে ঘুম আসছিলো না তাই শুয়ে শুয়ে মোবাইল দেখতে ছিলাম । তার কিছুক্ষণ পর কারেন্ট আসল তারপর মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে পড়লাম । তারপর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে দোকানে চলে গেলাম ।

IMG_20230619_121500.jpg

দুপুর বেলা

তারপর যোহরের আযানের পর বাড়ি এসে ভাত খেয়ে
IMG_20230621_131652.jpg

IMG_20230621_135012.jpg
জামা কাপড় নিয়ে মসজিদে চলে গেলাম তারপর মসজিদের পুকুরে গোসল করে যোহরের নামাজ আদায় করে নিলাম তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লাম ।

বিকাল বেলা

তারপর আছরের আজান দেয়ার পর ঘুম থেকে উঠে অজু করে আছরের নামাজ আদায় করে চলে গেলাম আমাদের এলাকার একটি রাস্তা দেখতে আমাদের
IMG_20230627_131707.jpg

![IMG_20230627_131719.jpg](UPLOAD FAILED)

এই রাস্তাটি নতুন সংস্কার কাজ চলছে তাই দেখতে গিয়েছিলাম । তারপর আবার দোকানে মাগরিব পর্যন্ত বসলাম তারপর বাড়ি চলে গেলাম ।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ।
যাবার আগে আরেকটি কথা বলতে চাই । যার ঘরে বাবা মা আছে পৃথিবীর সকল সুখ তার ঘরে আছে । তো বন্ধুরা যার ঘরে বাবা মা আছে সবাই বাবা মায়ের খেদমত করবেন ।
তো বন্ধুরা আজকের এই পোস্টটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

f44e26d6e1e59649ebaa9d5896f5a978bab83139.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!