সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো
আছি ।
আশা করি আপনারা সবাই আমার পোস্টটি উপভোগ করবেন এবং আমার জন্য ভালো করার জন্য দোয়া করবেন ।
আজকে পবিত্র ঈদুল আজহার বা কুরবানীর ঈদের দ্বিতীয় দিন সবাইকে আবারো জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি গিয়েছিলাম আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি কারণ আমার সেখানে দাওয়াত ছিল । তাই আমি সকালে তারাতাড়ি গোসল করে কিছু খাবার খেয়ে বেরিয়ে পরলাম আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্য । তারপর আমি একটি গাড়ি নিয়ে চলে গেলাম সুবিদখালী বাজারে তারপর ওখান থেকে কিছুদূর যাওয়ার পর যোহরের আযান দিয়েদিলো কারণ আজকে শুক্রবার তাই আজকে 12.30 মিনিটে আযান দিয়েছে তার কিছুক্ষণ পর চাচাতো বোনের বাড়িতে পৌঁছলাম তারপর কিছু খাবার খেয়ে মসজিদে চলে গেলাম জুমার নামাজ আদায় করতে তারপর নামাজ পড়ে বাড়িতে আসলাম আর অনেক মেহমান এসেছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম । তারপর কিছুক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখলাম তারপর বিকালের দিকে বাড়িতে ফিরে আসলাম ।
বন্ধুরা আমি খুবই দুঃখিত আজকে আমি কোন ছবি তুলতে পারিনি কারণ আজকে আমার ছবি তুলতে মনে ছিলনা তাই ।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ।
যাবার আগে আরেকটি কথা বলতে চাই । যার ঘরে বাবা মা আছে পৃথিবীর সকল সুখ তার ঘরে আছে । তো বন্ধুরা যার ঘরে বাবা মা আছে সবাই বাবা মায়ের খেদমত করবেন তাদের সেবা যত্ন করবেন ।
তো বন্ধুরা আজকের এই পোস্টটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.
how are you all Hope you all are well by God's grace. Alhamdulillah I am also very well with your prayers and Allah's mercy I am
Hope you all enjoy my post and wish me well.
Today is the second day of the holy Eid-ul-Azhar or the Eid of Qurbani. I wish everyone a very happy Eid Mubarak. Today I want to share with you that I went to my cousin's in-laws house because I had an invitation there. So I took a quick shower in the morning, ate some food and left for my cousin's in-laws house. Then I took a car to Subidkhali Bazar and after a short distance from there gave Zohr azaan because today is Friday so today azaan was given at 12.30 minutes and after some time I reached my cousin's house and after some food I went to the mosque to offer Friday prayers and after offering prayers I came home. Many guests came and we all sat together and ate. Then I lay down for a while and looked at my mobile then I came back home in the afternoon.
Friends, I am very sorry that I could not take any pictures today because I did not feel like taking pictures today.
So friends, that's it for today.
Before I go, I want to say one more thing. He who has parents in his house has all the happiness of the world in his house. So, friends, those who have parents in their house will do the service of their parents and take care of them.
So friends I am ending today's post here hope you will like my post.
So friends, stay well, God bless you.