শীত এর আনন্দ নানুবাড়ি

in helloblurt •  2 years ago 

আসসালমুআলাইকুম বন্ধুরা আশাকরি আপনাদের কে আল্লাহ অনেক অনেক ভালো রেখেছে আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আমরা জানবো শীতের আনন্দ নানুবাড়ি। অনেক দিন পর বগুড়া থেকে গাইবান্ধা যাই নানু বাড়ি বেড়াইতে সেই সময় ছিল অনেক শীত আর ঠান্ডা বন্ধুরা তোমরা জানো যে শীতের সময়টা গ্রামবাংলায় একটু বেশি শীত হয়ে থাকে। সেই শীতের মধ্যে নানু বাড়ি যাই আমার পরিবারে ছিল আম্মু আব্বু আর আমার আপু সেই কঙ্কনা শীতে আমরা নানু বাড়ি পৌঁছাই। আমার ভালোবাসার মামা আর মামী ছিল। আমাকে দেখে অনেক আদর যত্ন করলো ফ্রেস হয়ে যায় মাঠে পারে ব্যাটমিন্টন খেলতে আমি অনেক পছন্দ করি ব্যাটমিন্টন খেলা। অনেক খেললাম ব্যাটমিন্টন খেলা শেষ করে গ্রামের ছোট বন্ধুরা মিলে পুকুর পাড়ে বসে একটু আড্ডা দিচ্ছিলাম।
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZPy6KLr93rjrmPYEvqDnUhLy9XsusVkEh2qacoYnC4MLRvjoPZ2rcz9eBevx51ULmEueuQg9Spw5SntcDsw1jnn.jpeg

ভালোবাসার বন্ধুরা আজ অনেক বড় হয়ে গেছে, তাও বন্ধুর সম্পর্ক আজও অটুট রয়েছে ভালোবাসি আমার গ্রামের বন্ধু দেরকে। সেই বৃষ্টিতে ভেজা বিকেল পুকুর পাড়ে বসে বন্ধুদের সাথে চানাচুর মাখা আড্ডা অনেক মজা ছিল শীতের সময় সবাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দিতাম পিচ্ছল গ্রামের মেঠো পথে অনেক মজা করতাম সবাই।
NTy4GV6ooFRkjTArCrebYc2WCCmX2KY4SfTbUDpHWg6ZYG5DUpyHLx4m9sf2YZMfKm6U3pEnJrgVkpkJNFc4QpUNBDpWAfjKZkji9D3hgCYGCsktcZ9NSBSzkgGcjpv2frqkEs6UXRWNDsCfnnBaFFRo8Xq85vcfQhQjc2rr.jpeg

শীতকাল টা ছিল ঈদের মাস শীত আমার কাছে পার্সোনালি অনেক প্রিয় ছিল মামা বাড়ি রসের হারি শীতের আমেজটাই ছিল অন্যরকম মামীর হাতের মজার মজার পুলি পিঠা আর নানুর হাতের দুদে ভিজানো পুলি পিঠা আমার অনেক পছন্দের ছিল। মামা সেই সকাল বেলা খেজুর গাছ থেকে খেজুরের রস নিয়ে আসতো মাটির হারিতে। নানু বাড়ির খেজুরের রস আমার অনেক প্রিয় এবং খেজুরের গুর আমার অনেক প্রিয় ছিল।
NTy4GV6ooFRkjTArCrebYc2WCCmX2KY4SfTbUDpHWg6ZYF1toEN5N9JoNHibGdop6SgMJ6oM9UZUbbRzhquaC2oieaVG9KTqN64uH1HYdW1kYWjh6ZtBStvQ1KkhmNspHLqwn3oCsDEHwJ4jnw5xAToDTHHcDmEeFDh1pRWW.jpeg
এবার আসি:

শীতের সকালের সুখ-দুঃখ : শীতের সকালে লেপ-কম্বলের ভিতরে আরামে শুয়ে থাকার মতাে সুখ আর কিছুতে পাওয়া যায় না । শীতের সকালে বিভিন্ন পিঠা দিয়ে নাস্তা করা, নানা রকম শীতের সবজি প্রভৃতি মানুষের মধ্যে সুখানুভূতি সৃষ্টি করে। অন্যদিকে, কনকনে শীতেও যাদের গায়ে দেওয়ার মতাে শীতবস্ত্র নেই, যারা রাস্তার পাশে শীতের হিমশীতল বাতাসে শুয়ে থাকে তাদের জন্য শীতের সকাল অনেক কষ্টের।
NTy4GV6ooFRkjTArCrebYc2WCCmX2KY4SfTbUDpHWg6ZYGQPNFRNueqG9fu1YnULbdbSHJJPjeZTjRXwW3BXSfZQkhTzFuWJe8vqDpwCE8MXpkg3A4JCCjnmMtesrw2dR7sAYCyftNQrkkqJHLfVuS8n9BUhJ272nVtWt9vW.jpeg
NTy4GV6ooFRkjTArCrebYc2WCCmX2KY4SfTbUDpHWg6ZYGQrFdcDjXp7d8899yo7gDCw2YaBFkQnrZyv6bkeoZDuF9tkurxL1hw5YM115MvSzD5N9KborVzfaALAyS4UkM5naZvwaVamU3CRUY2bhtwREr2ebqwMu62aQzg6.jpeg

শীতের সকালের অসুবিধা : শীতের সকালে হাড় কাঁপুনে শীত পড়লে গ্রামের মানুষ জড়তা ও বিষন্নতায় ভােগে। মানুষের কাজের উদ্যম থেমে যায় । আরাম-আয়েস করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করে। গরিব মানুষগুলাে গরম কাপড়ের অভাবে কষ্ট হয়ে থাকে শীত আমাকে কোননা কোনো দিক থেকে কষ্ট দেয় আবার আমি শীতের মধ্যেই সুখ খুঁজে পাই।

শীতের সকালে শিশির ভেজা সােনালি রােদের স্পর্শ কার না ভালাে লাগে? সুবিধা-অসুবিধা দুয়ে মিলে শীতের মাস গুলা আমাদের সবারই ভালো লাগে

পরিশেষে বলতে চাই আমি আমি আমার শীতের আনন্দ নানু বাড়ি অনেক ভালোবাসি।

সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ।

আসসালমুআলাইকুম

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!