হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, শুভ সন্ধা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের বন্ধুদের সাথে সততাই হচ্ছে মানুষের মূলধন এই একটি গল্প শেয়ার করব। বন্ধুরা, আসুন আমার নিবন্ধটি পড়ি।
এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে তার নাম রাকিব ছেলেটি মাদরাসা শেষ করে বাড়ি ফিরছিল। মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় সে একটি ছোট ঝোঁপের ধারে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে। মানিব্যাগ টি দেখে সে বেশ কৌতুহল হয়ে।
সে থেমে চারদিকে তাকাল। সে পথ ধরে কাউকে আসতে দেখল না। সে মানিব্যাগটি পকেটে রাখল। সে পুনরায় চারদিকে তাকাল এবং পথের চারধারে কাউকে দেখতে পেল না। তারপর সে বাড়ির দিকে ছুটে গেল।
তার বাবা হামিদ মিয়া শোবার ঘরে পত্রিকা পড়ছিল। রাকিবকে বাইরে থেকে ছুটে আসতে দেখে এবং তিনি রাকিব কে প্রচণ্ডভাবে ঘামতে দেখলেন। হামিদ মিয়া জিজ্ঞাস করলেন “কোনো সমস্যা, রাকিব?” তিনি উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন। রাকিব “না বাবা, আমি ঠিক আছি। কিন্তু দেখুন বাবা আমি বাড়ি ফেরার পথে বেশ পরিমাণ টাকা পেয়েছি।” রাকিব তার বাবাকে মানিব্যাগটি খুলে দেখাল। “কিন্তু তুমি এটা বাড়ি নিয়ে এসেছ কেন? -এটা তোমার নয়।” “বাবা, পথে কেউ না থাকায় আমি ভেবেছি এটা আমার হওয়া উচিত।
আমি প্রতিজ্ঞা করে বলছি আমি টাকার মালিককে খুঁজে দেখেছি।” “বৎস, সেটাই তোমার যা তুমি সৎভাবে উপার্জন কর। এ মানিব্যাগটি কোনো পথিকের কাছ থেকে পড়তে পারে। তোমার উচিত তাকে খুঁজে বের করার চেষ্টা করা ।' রাকিব তার বাবাকে বললেন। “দুঃখিত বাবা, আমি সঠিক কাজ করিনি আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করবেন বাবা-আমাকে। এখন আসুন আমরা আসল মালিককে খুঁজে বের করি। এবং রাকিব ও হামিদ মিয়া দুইজন মিলে লোকটিকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করল। এবং কয়েকদিন পর হামিদ মিয়া ও রাকিব ওই পথিককে খুঁজে পেল এবং তার সম্পদ তাকে ফিরিয়ে দিল।
রাকিবের বাবা খুশি হয়ে বলল, “ধন্যবাদ সবসময় মনে রেখ- সততাই হচ্ছে মানুষের মূলধন।
তো বন্ধুরা আমরা এই গল্পটি পড়ে শিখতে পারলাম যে সততাই হচ্ছে মানুষের মূলধন আমাদের উচিত সৎ পথে রোজগার করা এবং সৎপথে জীবন যাপন করা।
বন্ধুরা, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আমার লেখা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবার প্রত্যাশা।
আসসালমু আলাইকুম
Device=realme 8
Camera=64MP
Short by me