আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভাল আছেন। আমি আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুব ভালো আছি। আজকের #blurtblog প্লাটফর্মেএ আমি আমার পরিচয় মূলক পোস্টটি আপনাদের সামনে তুলে ধরছি।
আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ । আমি একজন বাংলাদেশি। আমি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা তে থাকি। নালিতাবাড়ী উপজেলায় মরিচপুরান আমার ইউনিয়ন গ্রাম গুজাকুড়া করা।
আমার পরিবারের সদস্যসংখ্যা সাতজন। তাঁর মধ্যে আমার মা-বাবা ভাই-ও ভাবি দুটো ছোট ভাইস্তা আর আমার দুই ভাইয়ের মধ্যে আমি ছোট
আমি এখন পড়ালেখা করছি তার পাশাপাশি ইন্টারনেট থেকে আয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বড় ভাই একজন দোকানের ব্যবসায়ী বাবা কৃষিকাজ করেন। মা গৃহিণী।
আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি বর্তমানে নাজমুল স্মৃতি কলেজে পড়ালেখা করছি। আমাদের কলেজ আমাদের বাড়ি থেকে ছয় থেকে সাত কিলো দূরত্ব। আমার একটি সাইকেল আছে সেই সাইকেল দিয়ে আমার প্রতি দিন কলেজ যাই আমার কলেজে অনেক বন্ধু আছে আমার বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের স্যারের সাথেও খুব ভালো সম্পর্ক আছে আমরা যে কেউ কোন সমস্যায় পড়লে আমাদের স্যার এবং ম্যাডাম খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করে এই জন্যই আমরা তাদেরকে আমার সম্মান করি
আমার ফেভারিট স্থান হচ্ছে গ্রাম শহর আমার ভাল লাগেনা এই শহরের গাড়ি-ঘোড়া উঁচু উঁচু বিল্ডিং এসব আমার একদম ভালো লাগে না আমি গ্রামের মানুষ গ্রামে থাকতে ভালোবাসি আমি প্রতি বছরই কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই সে ক্ষেত্রে আমার এলাকার বা আমার কলেজ স্টুডেন্ট লাইফের যে বন্ধুগুলো রয়েছে তাদের সাথে আমি নানান জায়গায় ঘুরতে যাই আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে জার্নি করতে ভালো লাগে সুন্দর জায়গা সুন্দর পৃথিবী কে দেখতে আমার খুব ভালো লাগে আমি আমার জীবনে অনেক জায়গায় গিয়েছী আমি আশা করি আরো অনেক জায়গায় ঘুরবো এই বছরের প্রথমদিকে কক্সবাজার যাওয়ার চিন্তাভাবনা করছি আল্লাহর মেহেরবানীতে যদি যেতে পারি অবশ্যই আপনাদের সাথে সেই জায়গায় যাওয়ার পর কথা হবে কক্সবাজার থেকে আবার বান্দরবান যাওয়ার প্লেন আছে এর আগেও আমি একবার কক্সবাজার টু বান্দরবান গিয়েছিলাম সেখানে আমরা অনেকগুলো গিয়েছিলাম খুব মজা লেগেছে আজ থেকে তিন বছর আগের কথা এখন আবারও প্ল্যান করছি যে কক্সবাজার টু বান্দরবান যাব কক্সবাজার সমুদ্র আমাকে মুগ্ধ করেছে বান্দরবানের পাহাড় আমাকে মুগ্ধ করেছে তাই আমি আমার মুগ্ধতা নিয়ে আবারও কক্সবাজার টু বান্দরবান যাব অবশ্যই সে ক্ষেত্রে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি ভবিষ্যতে আরও দূরে কোথাও যাওয়ার প্ল্যান আছে সে ক্ষেত্রে কোন জায়গাটা বাংলাদেশের মধ্যে ভালো হতে পারে সেটা আমাকে অবশ্যই জানাবেন আমার পাখি দেখতে খুব ভালো লাগে আমি কিছুদিন আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক গিয়েছিলাম পাখি দেখতে সেখানে অনেক রকমের পাখি রয়েছে সে পাখিগুলো নানান ধরনের কালারের হয়ে থাকে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে
আমার ফেভারিট খাবার হচ্ছে বাপ ভাতের সাথে মাছ তাহলে অবশ্যই ভালো হয় তার মাঝে আবার ডাল আলু ভর্তা সাথে যদি হয় তাহলে তো আরো ভালো অনেকেই আবার ডাল আলু ভর্তা পছন্দ করেনা কিন্তু আমি মাছ চাষের পাশাপাশি দালাল এরা তাকে অনেক পছন্দ করি মাঝেমধ্যে আমি মাংস খাই তবে মানুষের চেয়ে নানান রকমের মাছ পছন্দ তাই মানুষের চেয়ে বেশি মাছ খাই না যেমন ধরেন নদীর মাছ খাল-বিলের মানুষ অনেক পছন্দ হয়নি সবচেয়ে ভালো লাগে আমাদের বাড়ির পাশে একটা নদী রয়েছে নদীটার নাম হচ্ছে ভোগাই নদী সেই নদীতে আমি মাঝেমধ্যে গিয়ে মাছ ধরি সেটাকে বাড়িতে তারপর আমার মাকে আমি মাছ গুলো দিয়ে দেয়ার পর সে আমাকে রান্না করে দেই আমার খুব ভালো লাগে আমার যখনই নদীর মাছ খেতে ইচ্ছে করে তখনই আমি নদীতে নেমে মাছ ধরে নিয়ে আসছি আর যদি ধরা সম্ভব না হয় বাজার থেকে কিনে নিয়ে আসি আমাদের এখানে বড় একটা বিল রয়েছে বিল্টইন নাম হচ্ছে কাবিল সেখানে আসার বৈশাখ মাসে বৃষ্টির পরে অনেক পানি জমে সেখানে মাছ ধরতে আমরা 45 জন বন্ধু মিলে মাছ ধরতে যাই আসলে আমার পেশা নয় এটা আমার নেশা এটা মাঝেমধ্যেই আমি মাছ ধরতে যাই এবংকি নদীতে এটা আমার পছন্দ মাঝেমধ্যে যাই সবসময় যায় না মনটা যদি চায় তাহলে দুই তিন জনের যাই
Welcome to blurt friend
:::Discord :::Whatsapp:::Telegram :::Facebook Page
I'm @obikay, your welcome to blurt,
I wish you the best of luck as you embark on your journey here.....
See you on top!!!!
Blurt to the moon 🌕!!!!!