অযথা কথা অথবা শোনা কথা অন্য জায়গায় বর্ণনা করা।

in halloblurt •  12 days ago 

book-1822474_640.jpg

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি অযথা কথা বলা অর্থাৎ শোনা কথা অন্যদেরকে বলা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

আমরা সামাজিক জীব আমাদের বসবাস করতে হয় পরিবার সমাজে রাষ্ট্রে এবং বিভিন্ন জায়গায় মিলিত হতে হয় যেমন হাট বাজার গ্রামগঞ্জ ইত্যাদি জায়গায়। আমরা যখন পরিবারের মধ্যে থাকি তখন পরিবারের সাথে বিভিন্ন আলাপচারিতায় অনেক সময় অযথা কথা বলি। সে কথার কোন দাম নেই মূল্য নেই প্রয়োজন নেই সে সমস্ত কথা আমরা পরিবারের সদস্যের সামনে বলে থাকি। এ কথা না বললেও কোন ক্ষতি হবে না বললেও কোন লাভ হয় না। অথচ আমরা দিদারসে অযথা কথা বলতে থাকি বলে থাকি। আর এই অযথা কথা বলতে অনেক মিথ্যা কথা চলে আসে। মিথ্যা বলা মহাপাপ তখন আমরা এই অযথা কথা বলতে বলতে আমরা মহাপাপে জড়িয়ে যায়। আর এই ছোট ছোট পাপগুলো একসময় বড় আকার ধারণ করবে এমনকি এই পাপের ধরুন আমি জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারি। তাই অযথা কথা বলা একেবারে পরিহার করা উচিত। একজন মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্য অবশ্যই অযথা কথা হতে বিরত থাকতে হবে। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাই সালাম এর সুন্নাত।

এছাড়াও আমরা আরো এক প্রকার কথা মানুষের সামনে বলি তাহলে অন্যর থেকে শুনে সেই কথা প্রমাণ যাচাই-বাছাই না করে অন্যের সামনে তা বর্ণনা করি। আর এই বর্ণনা করা মিথ্যার নামান্তর। আমরা যখনই অনেক লোকসমাগমে অবস্থান করি অনেক বন্ধু-বান্ধবের আড্ডায় অবস্থান করি তখন আমরা বন্ধু-বান্ধব এবং লোক সকলকে হাসাবার উদ্দেশ্যে মজা দেওয়ার উদ্দেশ্যে আমরা অন্যের কথা শুনে সেখানে বর্ণনা করি। শুধু মিথ্যাই বলা হয় না জঘন্য অপরাধও আমাদের হয়। আবার এ কথায় গীবত চলে আসে যদি কারো মনে কষ্ট কারণ হয়ে যায়। তাই আসুন আমরা অন্যের সোনা কথা কখনোই যাচাইবা তীরে বিশ্বাস করব না অন্য কোন জায়গায় বর্ণনাও করবো না এতে আমি অনেক মন্দ থেকে রক্ষা পাব।

তাই আসুন আমরা অযথা কথা বলা থেকে এবং কাহারো কোন কথা যাচাই-বাছাই ব্যতিরে বিশ্বাস করা এবং অন্যের কাছে প্রকাশ করা থেকে একেবারে বিরত থাকি। এতে আমার ভালো আমারই হবে আর আমার ভালো দিকটা আমাকেই দেখতে হবে আমার ভালো দিকটা অন্য কেউ আমাকে দেখাইয়া দিবে না। কবরে আমাকে ঢুকতে হবে আমাকেই প্রশ্নের উত্তর দিতে হবে। হাশরে আমাকেই প্রশ্ন করা হবে আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব আমার ভালো দেখার দায়িত্ব আমারই। আমার ভালো অন্য কেউ দেখবেও না জানাবেও না বলবেও না। তাই আসুন আজকে হতে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই অযথা কথা এবং অন্যের শোনা কথা যাচাই-বাথরে বলা বন্ধ করে দেয়। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!