বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহতালা অশেষ কৃপায় ভালো আছি সুস্থ আছি। আজকে আমি নিজেকে নিজেই ভালো করার চেষ্টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
নিজের প্রতি কেউ যদি দয়া না দেখায় তার প্রতি আল্লাহতালা ও দয়া দেখান না। আমি যদি আমি নিজেই ভালো না হয় পৃথিবীর কোন কেউ আমাকে ওয়াজ নসিহত করে ভালো করতে পারবে না।
সর্বপ্রথম আমাদের ভাবতে হবে ভালো হওয়ার কি হবে? মন্দ হলে কি হবে? আমি যদি নিজে নিজেই ভালো হয়ে যায় তবে আমার কি কি উপকার হবে সে বিষয়টি আগে আমরা একটু আলোচনা করা যাক। আর যদি মহান আল্লাহ তালাকে মানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি সালামের নির্দেশিত পথে চলি তবে মহান আল্লাহতালা আমার প্রতি রাজি এবং খুশি হবেন। এরপর মহানবী সঃ এর যত মানিব্যাগ গুণ রয়েছে যেমন চরিত্র ভালো হওয়া, লেনদেন ভালো হওয়া, কথাবার্তায় ভালো হওয়া, আচার ব্যবহার ভালো হওয়া, নিজের দৃষ্টিকে সংযত রাখা, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এর মত দয়া মেহেরবানী হওয়া, বিনয় নম্রতা অনুসরণ করা ইত্যাদি গুন গুলো যদি আমরা অর্জন করতে পারি তবে আমার এহকালীন জিন্দেগী অনেক সুন্দর সুখময় হবে।
আর যদি আমি মন্দ হই অর্থাৎ কাফেরদের আচরণ গ্রহণ করে তবে আমার দিকে শুধু মানুষের ঘৃণা অভিশাপ। মন্দ কাজ করলে আত্মার অশান্তির সবসময় থেকেই যায় সে কোন কাজে মন বসাতে পারে না সব কাজই তার অস্থিরতা বেড়ে যায় উন্মাদনা বেড়ে যায়। তার অন্তরটা হয়ে যায় ফলে সে কখনোই ভালো কাজ করতে মন চায় না এমনকি করতে পারে না হে আল্লাহ তাআলার নাম নিতে পারেনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের নির্দেশিত পথে চলতে পারে না এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণাবলী গুলো রয়েছে তার একটিও নিজের মধ্যে ধারণ করতে পারে না।
ফলে তারা মানুষের অন্যায় করে বেড়ায় অবিচার করে বেড়ায় কোন দর্শন রাহাজারি লুন্ঠন স্বাভাবিক করতে তারা দ্বিধাবোধ করে না। তারা মানুষের অন্যায় করে থাকেন মানুষের প্রতি জুলুম করে থাকে মানুষের সম্পদ লুণ্ঠন করে থাকে হকদারের হক বুঝিয়ে দেয় না এরকম নানা অপকর্ম তারা লিপ্ত থাকে।
তাই আমাদের উচিত নিজেকে নিজেই ভালো করে তোলা নিজেকে নিজেই যদি ভালো করে তুলি ইহকালীন শান্তি এবং পরকালীন দুটি শান্তি আমার কপালে জুটবে। আমি যদি ভালো হই পৃথিবীর কোন শক্তি আমাকে মন্দ করতে পারবে না আর আমি যদি ভালো না হই পৃথিবীর কোন শক্তি আমাকে ভালো করতে পারবে না। তাই আসুন আমরা ভালো হয়ে যায় ভালো হতে কোন প্রকার অজুহাত না দাঁড় করায় আমার ভালো আমি হই আমার ভালো আমি চাই আমার শান্তি আমি চাই আমার শান্ত অন্য কেউ চেয়ে দিলেও হবে না আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।