প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন ||

in gamestate •  3 years ago 

1-11-2021

১৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রথমবারের মতো নিজ হাতে "প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন তৈরি করে"আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন দেখে নেয়া যাক।

★প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন★

IMG_20211101_215752.jpg

জীবনের এই প্রথমবার নিজ হাতে তৈরি করলাম প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন। জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকনটা আপনাদের অনেক ভালো লাগবে।



★উপকরণ★

  • কাগজ
  • রাবার
  • স্কেল
  • পেন্সিল
  • জল রং
  • তুলি
  • IMG_20211031_140203.jpg



    ★ধাপ ১★

    IMG_20211019_123836.jpg

    আমি প্রথমে একটি সাদা কাগজ নিই।

    ★ধাপ ২★

    IMG_20211101_200236.jpg

    তারপর পেন্সিল দিয়ে প্রথমে হালকা ভাবে প্রাকৃতিক দৃশ্য চিত্রটি অঙ্কন করে নেই।

    ★ধাপ ৩★

    IMG_20211101_202825.jpg

    তারপর তারপর ধীরে ধীরে কালার করতে থাকি।

    ★ধাপ ৪★

    IMG_20211101_204051.jpg

    তারপর রাস্তা এবং মাঠে কালার করতে থাকি।

    ★ধাপ ৫★

    IMG_20211101_205528.jpg

    তারপর ধীরে ধীরে আকাশের কালার দিয়ে দিই।

    ★ধাপ ৬★

    IMG_20211101_211039.jpg

    তারপর পিছনের ঝাড়গুলোতে রং করে থাকি।

    ★ধাপ ৭★

    IMG_20211101_212233.jpg

    এরপর কলাপাতায় রং করে থাকি।

    ★ধাপ ৮★

    IMG_20211101_212233.jpg

    তারপর কিছু টা তৈরি হয়ে যায়।

    ★ধাপ ৯★

    IMG_20211101_215752.jpg

    এরপর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় আমার চিত্রটি।

    ★ধাপ ১০★

    IMG_20211101_215955.jpg

    এরপর আমার সাথে একটা ছবি তুলে ফেলি।

    আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




    শুভেচ্ছান্তে :-
    @sangram5

    আমার পরিচয়

    IMG_20211010_184219.jpg

    আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!