Not everyone can be your true friend

in friend •  2 years ago 

Friendship is mutual relationship between people. Friendship is another name for the strong bond of soul. Sociology, social psychology, theory and ten friendship studies are available. A database study found that people are happier because of close friendships. He gains longevity. Close friends must have certain characteristics present. Such as affection, sympathy, compassion, honesty, mutual understanding, compassion for each other, trust, self-worth and expression of feelings. Jumping happily at each other's happiness. Stand by each other's grief. This friendship is the only chapter of open mindedness, laughter and ultimate madness. Friendship does not obey any age. Young, old, everyone can be friends.
 
Remember one thing that friendship must have is love and soul to soul tension. Choosing friendships can take you far. Can have a successful personality. Again this friendship can leave you far behind. May spoil yours. Present and future. Can become lost. So do the friendship figure. Healthy and normal brain. Characteristics of friendship that many times do not become possible to express in words. Childhood friendships are not made by numbers or calculations. But sometimes childhood friendships are maintained till the last breath. And lost too many times. However, if it becomes possible to make friendships in school, college, university or work life through close ties, then it is possible to transform yourself into wealth because of that friendship.
 
Some friendships can be made in life. Maybe a handful, a few good friends of yours. So no matter how bad times you get in this world, those bad times will not be considered bad for you. Then you can understand how great the quality of friendship is. Which is actually not possible to express in words. The word friendship means many things to many people. If your future depends fifty percent on you then the rest depends on the kind of people you make friends with. What environment do you associate with them? I'm talking about the environment, but I'm not talking about any division between the rich and the poor. I am talking about space and time. But it is also extremely true. Life can be ruined by company fault. Something good can happen again. But how do you understand? Any friend of yours can work for success in your life. No friend can bring harm in your life. Friends whether older or younger. It makes no difference. What matters is what kind of person he is.
 
You can ruin your life unknowingly by the influence of your true friend and any friend. Your true friend will never think of you as weak. He never wants to prove it. He is much wiser than you. A true friend will never reveal your weakness in front of others. Always ready to help you. He will not make any excuses before helping you. He will never force you into anything. A true friend will always be by your side. No matter what the environment is, a true friend will not look for you just out of necessity. You are busy with your work and will never force you. To spend time with him. A true friend will show you your weaknesses. But don't let you be small in front of everyone. A true friend will never discourage you. If your goal is too big. He would never say it's impossible. You will be the first to rush to danger. And will always try to be by your side in bad times. His preferences may not match your preferences. But he will appreciate your choice. It will give you courage. And the one who is not your real friend will always want you to give him time. You will be remembered only when in danger. Many excuses will stand in front of you for your needs.
 
Friendship carries a lot of importance in our life. So who is your true friend? And who is not your true friend. It is up to you to find out. If you have such a friend in your life who will look for you only in his need, who wants to make you like him. You will always try to prove yourself bigger than you. He will ask you to hang out without work. Then he is not your real friend. And if you give importance to him, he can ruin your life. So fix it today. Which of your friends will give importance and whom you will not give equal importance. A true friend is sometimes closer than many family members.
 
I am telling you that if your child makes a mistake in choosing friends, you may also have to bear the cost of that mistake. So think about the child's future and discuss with them. Help them choose friends.

 


Native Language



বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক. আত্মার শক্তিশালী বন্ধনের আরেক নাম বন্ধুত্ব. সমাজ বিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নিতত্ত্ব ও দশ বন্ধুত্বের শিক্ষা পাওয়া যায়. একটি ডেটাবেস গবেষণায় দেখা গেছে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়. ও দীর্ঘায়ু লাভ করে. ঘনিষ্ঠ বন্ধুর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপস্থিত থাকতে হয়. যেমনি স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা একে অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা ও অনুভূতি প্রকাশ. একে অন্যের সুখে খুশিতে লাফিয়ে ওঠা. একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানো. মন খুলে কথা বলা, হেঁসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামির একমাত্র অধ্যায় এই বন্ধুত্ব. বন্ধুত্ব কোন বয়স মেনে হয় না. ছোট, বড়, সবাই বন্ধু হতে পারে।
 
একটা কথা মনে রাখবেন বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হলো ভালোবাসা ও আত্মার সঙ্গে আত্মার টান. বন্ধুত্ব নির্বাচন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে. করতে পারে সফল ব্যক্তিত্বের অধিকারী। আবার এই বন্ধুত্ব আপনাকে অনেক পেছনে ফেলে দিতে পারে. নষ্ট করে দিতে পারে আপনার. বর্তমান ও ভবিষ্যৎ. হয়ে যেতে পারেন পথভ্রষ্ট. তাই বন্ধুত্বের অঙ্কটা করতে হবে. সুস্থ ও স্বাভাবিক মস্তিষ্কে. বন্ধুত্বের বৈশিষ্ট্য যে অনেক সময় ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না. বাল্যকালের বন্ধুত্ব কোন অঙ্ক বা হিসেব মিলিয়ে তৈরি হয় না. তবে অনেক সময় বাল্যকালের বন্ধুত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় থাকে. এবং হারিয়েও যায় অনেক সময়. তবে ইস্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা কর্মজীবনের বন্ধুত্ব যদি হিসেব মিলিয়ে নিগুর বন্ধনের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়ে ওঠে তাহলে ওই বন্ধুত্বের কারণে নিজেকে সম্পদে রূপান্তর করা সম্ভব।
 
জীবনে কিছু বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পারেন. হতে পারে হাতে গোনা কয়েকজন ভালো বন্ধু থাকে আপনার. তাহলে এই পৃথিবীতে যত খারাপ সময়ই আপনার আসুক না কেন সে খারাপ সময় আপনার কাছে খারাপ বলে গণ্য হবে না. তাহলে বোঝা যায় বন্ধুত্বের গুণ কতটা বিশাল. যেটাকে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না. বন্ধুত্ব শব্দটার মানে অনেকের কাছে অনেক রকম. তোমার ভবিষ্যৎ যদি তোমার উপরে পঞ্চাশ শতাংশ নির্ভর করে তাহলে বাকিটা নির্ভর করে কোন স্বভাবের মানুষের সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করছো. তাদের সাথে কোন পরিবেশে মেলামেশা করছ? পরিবেশ বলতে আমি কিন্তু ধনী গরিব, কোন বিভাজনের কথা বলছি না. আমি বলছি স্থান ও সময়ের কথা. তবে এটাও চরম সত্য. সঙ্গ দোষে জীবন নষ্ট হতে পারে. আবার ভালো কিছু হতে পারে. কিন্তু তুমি কিভাবে বুঝবে? যে তোমার কোন বন্ধু তোমার জীবনে সফলতার জন্য কাজ করতে পারে। আর কোন বন্ধু তোমার জীবনে ক্ষতি বয়ে আনতে পারে. বন্ধু বয়েসে বড় বা ছোট হোক. এটা কোন পার্থক্য তৈরি করে না. যেটা সমস্যা করে সেটা হলো সে কি ধরনের মানুষ।
 
তোমার প্রকৃত বন্ধু আর কোন বন্ধুর প্রভাবে তুমি তোমার জীবন নিজের অজান্তেই নষ্ট করে ফেলতে পারো. তোমার সত্যিকারের বন্ধু সে কখনোই তোমাকে দুর্বল ভাববে না. সে কখনোই প্রমাণ করতে চাইবে না. সে তোমার চেয়ে অনেক জ্ঞানী। যে তোমার প্রকৃত বন্ধু সে অন্যের সামনে তোমার দুর্বলতাকে কখনোই প্রকাশ করবে না. তোমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকবে. সে সাহায্য করার আগে তোমাকে কোন ধরনের অজুহাত দেখাবে না. সে কখনো তোমাকে কোন কিছুতেই জোর করবে না. সত্যিকারের বন্ধু সবসময় তোমার পাশে থাকবে. পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন প্রকৃত বন্ধু তোমাকে শুধু প্রয়োজনেই খুঁজবে না. তুমি ব্যস্ত থাকো তোমার কাজে কখনোই তোমাকে জোর করবে না. তার সাথে সময় কাটানোর জন্য. প্রকৃত বন্ধু তোমাকে তোমার দুর্বলতা দেখিয়ে দেবে. তবে সবার সামনে তোমাকে ছোট হতে দেবে না. সত্যিকারের বন্ধু তোমাকে কখনোই নিরুৎসাহিত করবে না. তোমার লক্ষ্য যদি অনেক বড় হয়. সে কখনোই বলবে না এটা অসম্ভব. তোমার বিপদে সবার আগে ছুটে আসবে. এবং খারাপ সময়ে সর্বদা তোমার পাশে থাকার চেষ্টা করবে. তার পছন্দ আর তোমার পছন্দের মিল নাও হতে পারে। তবে সে তোমার পছন্দকে মূল্যায়ণ করবে. তোমাকে সাহস জুগিয়ে যাবে. আর যে তোমার প্রকৃত বন্ধু নয় সে সবসময় চাইবে তুমি তাকে সময় দাও. বিপদে পড়লে তবেই তোমার কথা মনে পড়বে. তোমার প্রয়োজনে অনেক অজুহাত দাঁড় করবে তোমার সামনে।
 
বন্ধুত্ব আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে. তাই কে তোমার প্রকৃত বন্ধু? আর কে তোমার প্রকৃত বন্ধু নয়. এটা তোমাকেই খুঁজে বের করতে হবে. তোমার জীবনে যদি এই রকম বন্ধু থাকে যে শুধু তার প্রয়োজনেই তোমাকে খুঁজবে যে তোমাকে তার মতো বানাতে চাইবে. তোমার চেয়ে সর্বদা নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবে. সে তোমাকে কাজ বাদ দিয়ে আড্ডা মারার জন্য অনুরোধ করবে. তাহলে সে তোমার প্রকৃত বন্ধু নয়. আর তাকে যদি তুমি গুরুত্ব দাও সে তোমার জীবন নষ্ট করে ফেলতে পারে। তাই আজ থেকে ঠিক করো. তোমার কোন বন্ধুকে গুরুত্ব দেবে এবং কাকে তুমি সেই সমপরিমাণ গুরুত্ব দেবে না. একজন প্রকৃত বন্ধু কোন কোন সময়ে পরিবারের অনেক সদস্যর চেয়েও আপন হয়ে থাকে।
 
আপনাকে বলছি আপনার সন্তান যদি বন্ধু নির্বাচনে ভুল করে সেই ভুলের মাশুল আপনাকেও বহন করতে হতে পারে. অতএব সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের সঙ্গে আলোচনা করুন. তাদের বন্ধু নির্বাচনে সহায়তা করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord