10 December Breakfast today

in foods •  last year 

"বিসমিল্লাহির রহমানির রহিম"

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।

20231210_043020.jpg

আমি সকাল সাড়ে তিনটা বাজে ঘুম থেকে উঠে যখন কাজে যাই। আমি কাজে আসি আমার মেসেজ সবকিছু আগে চেক করে নেয়া হয়। তারপরে চায়ের পানি গরম দিয়ে আমি। তারপর আমি কিছুক্ষণ বসে থাকি যখন 4 বাজবে গাড়ি গাওয়া নিয়ে আসবে। তারপরে গাড়ি চারটা বাজে খাওয়া নিয়ে আসে। তারপর আমি গাড়ি থেকে খাবার নামায় কাউন্টারের ভিতরে খাবারগুলা সাজিয়ে রাখি।

20231210_043144.jpg

যেমন কি এশিয়ানের খাবার দিয়েছে আজকে। আজকে পরোটা গুলো অনেক গরম। কেননা কিছুদিন আগে পরোটার কমার্স ছিল ঠান্ডা হয়ে যায়। আগে ফটোটা বানানো ওয়ালারা দশটা বাজে কাজে যাইতো বারোটা বাজে পরোটা বানান শেষ হয়ে যেত। আর এখন তারা রাতের একটা বাজে যায় এইজন্য পড়াটা গরম পাই আমরা। সাদা আরো দিয়েছে সুজি এবং কে হোয়াইট জনা। এগুলো হয়েছে সকালবেলা এশিয়ানের নাস্তা।

20231210_043054.jpg

এই জায়গায় আমি আপনাদের সাথে দুইটা ছবি শেয়ার করতেছি একটা হয়েছে ফিলিপাইনের খাবার আর একটা হচ্ছে আরাবির খাওয়ার। ফিলিপাইনের খাবার দিছে আজকে সাদা ভাত। এখন কি তার সাথে দিয়েছে ডিম ভাজি কইরা।

Screenshot_20231210-205428_Gallery.jpg

আর আরবি জন্য খাবার দিয়েছে আজকের যুগনা। এটাকে আরবিতে বলে যুগনা আর আমরা ভাবি হোয়াইট চিজ। সেই সাথে আরো দিয়েছে ফুল। জানিনা বাংলা ভাষা কি বলে তাকে আরবি ভাষা ফুল বলা হয়। অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!