এক রাজা এবং তিন মন্ত্রীর গল্প The story of one king and three ministers

in education •  3 years ago 

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জংগলে।

🧒👦১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল দিয়ে বস্তা ভরে ফিরে আসল।

🧒🧑২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।

.jpg

🧑👦৩য় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো ।

তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। ৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেয়া হবে না।

যেই কথা সেই কাজ, তিন জনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফল গুলো খেয়ে কাটিয়ে দিলেন।

দ্বিতীয় মন্ত্রী তার যতো ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।

৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলো না তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন ।

এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো-

যদি আমরা ফাকি না দিয়ে সঠিক ভাবে শিখে, পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো ।

✒️ সংগৃহীত পোস্ট

Once a king called his three ministers and said, "Here I give you one empty sack." Your job will be to go to the forest and pick up different fruits and bring these sacks full, let's see who can fill the sacks as soon as possible. The three went to the forest.

The 71st minister thought, the king said so I filled the sack with good fruit and came back with good fruit from the forest like that.

The 62nd minister thought that the king would not see all the fruits, so he filled the bottom with rotten fruit, and at the top he filled the sack with some good fruit and returned.

The 63rd minister wondered where the king would spend so much time opening the sack, he would just see if the sack was full. They brought sacks full of dead leaves, grass and wood to the forest.

The three ministers appeared at the king's court, and the king was pleased to see all the sacks full. He did not even open the sacks. The 3rd Minister thought of his own intellect and began to think himself quite intelligent. After a while the king sat down in his masnad and announced that these three ministers should be sent to prison with their sacks for 7 days and each should be kept in three separate rooms. They will not be given any food for seven days.

Whatever the case, all three were sent to jail. The 1st Minister spent these seven days eating the fruits of his sack.

The second minister was able to eat as much fruit as he had for two days, trying to spend the rest of the day eating rotten fruit but he fell ill.

The 3rd minister had no fruit in his sack so he could not eat it and died in prison.

The lesson of this story is-

If we learn in the right way and grow up by studying, we will be able to enjoy the results when we go to work.

Collected posts

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!