শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

in education •  3 years ago 

ছোট্ট একটা সমস্যার সমাধান করতে গিয়ে অনেক বড় পাপ করে ফেললো শাবিপ্রবি প্রশাসন।

IMG.jpg

সাতবছর হলো শাবিপ্রবিতে ওতপ্রোতভাবে সাংবাদিকতা করেছি, কোনোদিন ছাত্রীদেরকে দাবি নিয়ে রাস্তায় নামতে দেখিনি। এবার যখন নেমেছে, এর মানে এমন কিছু হয়েছে যা তাদের সহ্যসীমার বাইরে চলে গিয়েছে।

আজকে ছাত্রীদেরসাথে যখন শিক্ষার্থীরা এক হলো,তখন তাদের উঠিয়ে দিতে পুলিশের গুলি/ফাঁকা গুলি/রাবার বুলেট, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করা হলো। শাবিপ্রবির গত সাতবছরের ইতিহাসে আমি এটা কখনো দেখিনি। কখনোই না। আমিনুল হক ভূইয়া স্যার অনেক আন্দোলনের মুখোমুখি হয়েছেন, কিন্তু এ ধরনের কাজ তিনি কখনো করেননি।

আজকে নিজের শিক্ষার্থীদের রক্তের দাম সংশ্লিষ্টরা কিভাবে দিবেন জানি না, তবে এর পরিণাম ততোটাও ভালো না।

ধিক্কার
© হাসান মেহেদি, সাবেক সাধারণ সম্পাদক শাবিপ্রবি প্রেসক্লাব

The Shabiprabi administration committed a big sin by trying to solve a small problem.

I have been working as a journalist in Shabiprabi for seven years now, I have never seen students take to the streets with demands. Now that it has come down, it means something has gone beyond their tolerance.

Today, when the students were united with the students, they were charged with police bullets / blank bullets / rubber bullets, tear gas and batons. I have never seen it in the last seven years of Shabiprabi's history. Never. Aminul Haque Bhuiyan Sir has faced many movements, but he has never done such a thing.

Today, I don't know how to pay the blood price of my own students, but the result is not so good.

Damn
© Hasan Mehdi, Former General Secretary Shabiprabi Press Club

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!